নয়াদিল্লি: মর্মান্তিক দুর্ঘটনা লাদাখে। দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা। লাদাখে শায়ক (Shyok) নদীতে পড়ে গেল সেনাকর্মীদের নিয়ে যাওয়া একটি গাড়ি। দুর্ঘটনায় অন্তত সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। লাদাখের তুরতুক (turtuk) সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটেছে।  জখম হয়েছেন একাধিক সেনাকর্মী। জখমদের উদ্ধার করতে আসরে ভারতীয় বায়ু সেনা।

  


 





কোথায় দুর্ঘটনা:
ভারতীয় সেনা জানিয়েছে, ২৬জন সেনাকর্মীকে নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। পারতাপুর (Partapur) ট্রানসিট ক্যাম্প (Transit Camp) থেকে সাব সেক্টর হানিফের (Sub Sector Hanif) একটি ফরোয়ার্ড সেন্টারে যাচ্ছিল গাড়িটি। শুক্রবার সকাল ৯টা নাগাদ, থোইসা (Thoisa) থেকে ২৫ কিলোমিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে শায়ক নদীতে (Shyok River) পড়ে যায় গাড়িটি। সবাইকে উদ্ধার করা হয়েছে। ৪০৩ নম্বর ফিল্ড হাসপাতালে (Field Hospital)-এ নিয়ে যাওয়া হয়েছে সবাইকে, জানিয়েছে ভারতীয় সেনা (Indian Army). লেহ (Leh) থেকে ডাক্তারদের একটি দল (Surgical Team) গিয়েছে ওই হাসপাতালে। সবরকম ভাবে আহতদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে।


ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে অনেকেই মারাত্মক ভাবে আঘাত লেগেছে। যাঁরা জখম, তাঁদের সবচেয়ে ভাল চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সেনা কর্তৃপক্ষ। যাঁরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বায়ুসেনার সাহায্যে তাঁদের ওয়েস্টার্ন কমান্ডে (Western Command)-এ নিয়ে যাওয়া চেষ্টা করা হচ্ছে। 


আরও পড়ুন:  'কোনও মাদক মেলেনি', কর্ডেলিয়া ক্রুজ কাণ্ডে আরিয়ান খানকে ক্লিনচিট