New Hyundai Venue 2022: ক্রেটার ফেসলিফ্ট নিয়ে আলোচনার মাঝেই এবার বাজারে আসতে চলেছে হুন্ডাই ভেন্যুর ফেসলিফট। কোম্পানির খবর অনুযায়ী, আগামী মাসেই প্রকাশ্যে চলে আসবে এই গাড়ি।
Hyundai Venue facelift: কিছু ছবি সামনে এসেছে
হাতে খুব একটা সময় নেই। তাই পরবর্তী বড় লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে হুন্ডাই। শোনা যাচ্ছে, নতুন ভেন্যু ফেসলিফ্ট আগামী মাসেই প্রকাশ্যে চলে আসবে। অটো ব্লগারদের কথা সত্যি হলে, আগের থেকে কিছুটা বড় দেখাবে এই গাড়ি। এতে আইএমটি ট্রান্সমিশন সংস্করণ চালু সহ বেশকিছু ছোট সংশোধন করেছে কোম্পানি। নতুন ভেন্যুর বাইরের ও ভিতরের ডিজাইন নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে।
New Hyundai Venue 2022: কেমন হতে পারে গাড়ি ?
গাড়ি লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়েছে নতুন ভেন্যুর কিছু ছবি। যাতে নতুন গ্রিল দিয়েছে কোম্পানি। নতুন প্রজন্মের টুসোঁ ও ক্রেটা ফেসলিফ্টের মতোই দেখতে সেই গ্রিল। নতুন গ্রিল ছাড়াও বাম্পারের নিচের অর্ধেক জায়গায় পরিবর্তন এনেছে কোম্পানি। নতুন চেহারার ধূসর অ্যালয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে।
New Hyundai Venue 2022: কেবিন কেমন গাড়ির ?
সাইড ভিউ আগের মতোই থাকছে গাড়িতে। তবে পিছনের ডিজাইনে বদল করেছে কোম্পানি। এখন টেইল লাইটকে পূর্ণ দৈর্ঘ্যের একটি রেয়ার লাইট বারের নকশা দেওয়া হয়েছে। তবে কেবিনের ভিতরে নতুন কী রয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। গাড়িতে একটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে একটি বড় 10.25-ইঞ্চি টাচস্ক্রিন পেতে পারেন ক্রেতা। ব্লু লিংক যুক্ত ফাংশন সহ আরও ফিচারের পাশাপাশি নতুন প্রযুক্তি আশা করা হচ্ছে ভেন্যুতে।
Hyundai Venue facelift: গাড়িতে নতুন ইঞ্জিন ?
ইঞ্জিনের দিক থেকে ভেন্যুতে কোনও নতুন পরিবর্তন নাও দেখতে পারেন। এতে 1.2 লিটার পেট্রোল ছাড়াও 1.0 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন দেবে কোম্পানি। সঙ্গে টপ-এন্ড ট্রিমের জন্য 1.5 লিটার ডিজেলও থাকবে। নতুন এন-লাইন ট্রিমে হার্ড সাসপেনশন সহ নতুন রূপে আসবে গাড়ি। এতে একটি 1.0l টার্বো পেট্রল ইঞ্জিন পাবেন। নতুন ভেন্যু মারুতির ব্রেজা ছাড়াও কিয়া সনেট, টাটা নেক্সন ছাড়াও অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
আরও পড়ুন : BMW THE i4: ভারতে ৭০ লাখের ইভি সেডান আনল বিএমডব্লিউ, দেখে নিন ছবি