নয়াদিল্লি : রবিবার লক্ষ্মীপুজোর দিন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল রাজধানীতে ( Lahori Gate) ।   দিল্লির  একটি বাড়ি ধসে অন্তত এক শিশু নিহত এবং ১০ জন আহত হয়েছেন । শেষ পাওয়া খবর অনুসারে,  ধ্বংসস্তূপ থেকে আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। 

কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি
দিল্লি-এনসিআর-সহ উত্তরপ্রদেশে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে। দিল্লির লাহোরি গেটে বাড়ি ভেঙে মৃত্যুর পাশাপাশি গুরুগ্রামে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৬ শিশুর। অন্যদিকে, লাগাতার বৃষ্টির জেরে নয়ডা, গাজিয়াবাদ, কানপুর, আগরা, দেরাদুন, নৈনিতাল-সহ উত্তরপ্রদেশের ১৪টি জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 

রাজধানীতে "জীর্ণ অবস্থায়" থাকা এই বাড়িটি রবিবার সন্ধেয়  ধসে পড়ে। দিল্লির লাহোরি গেটের কাছে (Delhi's Lahori Gate area ) খবর পেয়ে পৌঁছায় মেডিক্যাল টিম । 

৪ বছরের বালিকার মৃত্যু
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই ঘটনায় ৪ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধেয় দিল্লির লাহোরি গেট এলাকায় একটি বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঘটনায় তখনই এক শিশু মারা যায়। ভয়ঙ্কর ভাবে আহত হন  ১০ জন । হাসপাতালে পৌঁছলে চার বছরের কিশোরীটিকে মৃত ঘোষণা করা হয়। আহতদের দিল্লির এলএনজেপি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সন্ধে সাড়ে ৭টার পর  দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।  এখনও উদ্ধারকারী দল খতিয়ে দেখছে ধ্বংসস্তূপের নিচে কোনও দেহ আটকে রয়েছে কি না। এলাকাবাসীরা জানিয়েছেন, দোতলা ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সেখানে একটি পরিবার বসবাসও করত।  সেদিন কয়েক জন অতিথি রবিবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন। 


এনডিআরএফ কমান্ডার গৌরব কে পটেল বলেন, ধ্বংসস্তূপ থেকে আরও দু'জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের স্বাস্থ্য আদৌ বেঁচে আছেন কি না, তা নিশ্চিত করবে মেডিক্যাল টিম।