নয়াদিল্লি : লখিমপুরকাণ্ডে ৬ দিন পর, পুলিশের কাছে হাজিরা দিলেন খুনের অভিযোগে এফআইআরে নাম থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। সূত্রের খবর, খোদ ডিআইজি জিজ্ঞাসাবাদ করছেন মন্ত্রী-পুত্রকে। তালিকায় রয়েছে ৩২টি প্রশ্ন। সূত্রের খবর, জানতে চাওয়া হচ্ছে, ঘটনার সময় কোথায় ছিলেন আশিস মিশ্র। তিনি কি উপ মুখ্যমন্ত্রীকে আনতে গিয়েছিলেন? সঙ্গে কারা ছিল? মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে সূত্রের খবর।


অন্যদিকে, আশিস মিশ্রর গ্রেফতারি চেয়ে লখিমপুরকাণ্ডে নিহত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ির সামনে অনশন শুরু করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। আশিস পুলিশের কাছে হাজিরা দেওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।


শুক্রবার লখিমপুরকাণ্ডে যোগী সরকারকে তুলোধনা করে সুপ্রিম কোর্ট। ' রাজ্যের তরফে যে পদক্ষেপ করা হয়, তা সন্তোষজনক নয়, অন্য এজেন্সিকে দিয়ে কি তদন্ত করানো হবে?' শুনানিতে জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রশ্ন তোলেন, 'আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?' শনিবার সকাল ১১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আশিস মিশ্রকে। সুপ্রিম কোর্টে জানায় উত্তরপ্রদেশ সরকার।


'আপনারা কি খুনের মামলায় অভিযুক্ত সবার সঙ্গেই এমন করেন? নোটিস করবেন, তারপর অপেক্ষা করবেন, কবে আসবে?' প্রশ্ন করেন  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শুধু কথায় অ্যাকশন, কাজ কিছু হচ্ছে না, পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট। লখিমপুর মামলায় সময় চেয়েছে উত্তরপ্রদেশ সরকার, পুজোর পর হবে শুনানি। যাবতীয় তথ্যপ্রমাণ যেন সংরক্ষিত থাকে, রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


উত্তরপ্রদেশের সবচেয়ে বড় জেলা লখিমপুর খেরি। পশ্চিম উত্তর প্রদেশের মতো এই জেলাতেও কৃষক আন্দোলনের যথেষ্ট প্রভাব রয়েছে। রবিবার দুপুরে লখিমপুর খেরির তিকোনিয়ায় কুস্তি প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি অজয় মিশ্র ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর। মন্ত্রীদের যাত্রাপথে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা।


তাঁদের অভিযোগ, রাস্তায় ভিড় করে বসে থাকা বিক্ষোভকারীদের পিষে দিয়ে এগিয়ে যায় মন্ত্রীর কনভয়ের সঙ্গে থাকা ৩টি গাড়ি। যার নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তথা মোদি মন্ত্রিসভার সদস্য অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র!