নয়া দিল্লি : মূল্যবৃদ্ধি-জিএসটি নিয়ে স্লোগান। এনিয়ে ওয়েলে নেমে হইচই, স্লোগান দেন বিরোধীরা। এই অশান্তির আবহে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখা হল লোকসভার অধিবেশন (Lok Sabha Session)। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) বলেন, নিয়ম অনুযায়ী হাউসের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে আসার অনুমতি নেই। প্রসঙ্গত, গতকালও জিএসটি ও মুদ্রাস্ফীতি নিয়ে কংগ্রেসের শোরগোলের জেরে মুলতুবি রাখা হয়েছিল রাজ্যসভার অধিবেশন। 


এদিকে সংসদ শুরুর আগে সংসদ চত্বরে ধর্না দেন কংগ্রেস সাংসদরা। রাহুল গাঁধীর নেতৃত্বে হয় কংগ্রেস সাংসদদের ধর্না। মূল্যবৃদ্ধি ও ৫ শতাংশ বাড়তি জিএসটি চাপানো নিয়ে হয় ধর্না-প্রতিবাদ। মল্লিকার্জুন খাড়গে বলেন, সংসদের ভিতরে-বাইরে এবার বিরোধীদের একজোট প্রতিবাদ দেখবে মোদি সরকার। অন্যদিকে, বিজেপি নেতা জাফর ইসলামের দাবি, জিএসটি সংক্রান্ত সব আলোচনাতেই বিরোধীরা থাকেন। কিন্তু পরে বাইরে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এধরনের আন্দোলন করেন। 


আরও পড়ুন ; ‘সংসদে খোলা পরিবেশে তর্ক বিতর্ক হোক’, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদির



গতকাল থেকে শুরু হয় সংসদের (Parliament) বাদল অধিবেশন (Monsoon session)। চলবে ১২ অগস্ট পর্যন্ত। বাদল অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকেই তিনি বিরোধীদের (Opposition) উদ্দেশে বার্তা দিয়েছিলেন। 


কী জানান প্রধানমন্ত্রী? 


মোদির কথায়, 'এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদি কি অমৃত মহোৎসব চলছে। সেই সময় এই অধিবেশন খুব তাৎপর্যপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।


পাশাপাশি তিনি এও বলেন,  ‘সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক, বিশ্লেষণ হোক। ফলপ্রসূ হোক সেই আলোচনা। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। তাই সকল সদস্যদের কাছে এটাই আবেদন করব উত্তম চর্চা করুন, সংসদকে আরও সমৃদ্ধ করে তুলুন। সকলের প্রয়াসে দেশ চলে, সংসদ চলে, ভাল কিছু নির্ণয় করা যায়। তাই প্রত্যেকের যা কর্তব্য তা করা উচিত।’