নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ (Daily Case) ১৫ হাজারে নামলেও, দেশে করোনা পরিস্থিতি (Coronavirus) এখনও উদ্বেগজনক। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। 


দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৩৫ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৭৮৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৬২। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৫৪। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  দেশে একদিনে মৃত্যু হার ১.২০ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ১১৩। দেশে সক্রিয় রোগীর হার ০.৩৩ শতাংশ। 


 





রাজ্যের করোনা আপডেট: এদিকে রাজ্যে বেশ কিছুটা কমল দৈনিক কোভিড সংক্রমণ (Covid19 Cases)।  সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে নতুন করে সংক্রমিত হাজার দেড়েক। নতুন করে সংক্রমিত ১ হাজার ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। ৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি। একদিনে রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ২ হাজার ৬৫১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৫ শতাংশ। ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ৫৭৩টি কোভিড নমুনার। ১৮ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট ১৬.৯ শতাংশ। যা রবিবারের চেয়ে কিছুটা কম। এখন হোম আইসোলেশনে রয়েছেন ২৮ হাজার ৮৮৭ জন কোভিড আক্রান্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯৬ জন কোভিড আক্রান্ত।      


আরও পড়ুন: Kolkata News: ২১ জুলাই উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা, একাধিক রাস্তা ওয়ান ওয়ে ঘোষণা