নয়াদিল্লি: মার্চের শুরুতেই ধাক্কা।  ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১০৫ টাকা এবং কলকাতায় ১০৮ টাকা বাড়ল। ৫ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও ২৭ টাকা বেড়েছে। গৃহস্থের ব্যবহারের  এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। আজ থেকে নতুন দর কার্যকর হচ্ছে। তবে এখনই ধাক্কা খাচ্ছে না মধ্যবিত্তের হেঁসেল। 


 






উল্লেখ্য, বর্তমানে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলছে। আর এই ভোটের জন্যই গত কয়েকমাসে পেট্রোল বা ডিজেল বা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। চলতি বিধানসভা নির্বাচন শেষ হবে হবে ৭ মার্চ। তারপরই হু হু করে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোনও কোনও মহলের অনুমান, বাড়িতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। সবমিলিয়ে চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২০১৪-র সেপ্টেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে।


আরও খবর : Russia - Ukraine War : শান্তি-আলোচনা ব্যর্থ, ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা