নয়াদিল্লি : ইউক্রেনে বড়সড় হামলার প্রস্তুতি রাশিয়ার। কিভের দিকে এগোচ্ছে রুশ সেনার ৬৪ কিলোমিটার লম্বা কনভয়। ভ্যাকয়ুম বোমা দিয়ে হামলার অভিযোগ।



বেলারুসে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রাশিয়ার। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। 



গতকাল কিভেও পরপর হামলা চালাল রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি। এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে কোপের মুখে পড়েছে রাশিয়া। 



আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন কাউন্সিল রাশিয়া এবং বেলারুসের সমস্ত জাতীয় দল ও ক্লাবকে সাসপেন্ড করেছে। ২০২৩-এ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সুপারিশে রাশিয়া ও বেলারুসকে সাসপেন্ড করেছে বিশ্ব রাগবি সংস্থা। রুশ আগ্রাসনের বিরোধিতায় ওয়াল্ট ডিজনি সংস্থা রাশিয়ায় ফিল্ম পাঠানো বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবি ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পেল না রাশিয়ায়।