লুধিয়ানা : রোহিণী আদালতের পর এবার লুধিয়ানা আদালত (Blast in Ludhiana) । লুধিয়ানা আদালতের চারতলায় বিস্ফোরণ। ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত বেশ কয়েকজন। আদালত ( Ludhiana court) চত্বর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। 


পুলিশ এলাকাটি  ঘিরে রেখেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এলাকায় বিস্ফোরণের শব্দ শুনে আদালতের বাইরে ভিড় জমে যায়। ঘটনাস্থল থেকে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছএ, যে ছয়তলা ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। 

বোমা বিস্ফোরণে বাথরুমের দেয়াল ভেঙে - গুঁড়িয়ে যায়, জানালার কাঁচও ভেঙে যায়। বৃহস্পতিবার আইনজীবীদের ধর্মঘট ছিল । তাই, বিস্ফোরণের সময় আদালত কমপ্লেক্সে মাত্র কয়েকজনই ছিলেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।


গত ৯ ডিসেম্বর,  দিল্লির রোহিণী আদালতে ( Rohini court) কোর্টরুমে বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হন এক কনস্টেবল। সকাল ১০টা ৪০ মিনিটে এজলাসের ভিতর বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ল্যাপটপ ব্যাগের মধ্যে টিফিন কৌটোয় রাখা ছিল সাদা পাউডার জাতীয় বিস্ফোরক। বিস্ফোরণ ঘটাতে আইইডি-র ব্যবহার হয়েছিল।বিস্ফোরণের খবর পেয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG, ফরেনসিক দল ও দমকল দ্রুত ঘটনাস্থলে যায়। আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়।  বিস্ফোরণের জেরে সেদিন বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম।


এরপরে ২০ ডিসেম্বর পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা  করেন রোহিণী আদালতে বিস্ফোরণকাণ্ডে ধৃত অভিযুক্ত।  বিস্ফোরণকাণ্ডে শুক্রবার ডিআরডিও-র বিজ্ঞানী ভারতভূষণ কাটারিয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় বয়ান বদল করে বিভ্রান্ত করার চেষ্টা করেন ওই বিজ্ঞানী। তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের সূত্রে দাবি করা হয়। তারপর তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। 


ঘটনাটি লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে, পুলিশের ডেপুটি কমিশনারের অফিসের খুব কাছে , এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও আদালত কমপ্লেক্সে কীভাবে বিস্ফোরক ঢুকল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।