ভোপাল : তাঁর ছেলেকে কামড়ে চোয়ালের মাংস তুলে নিয়েছিল। সেই রাগে রাস্তার এক কুকুরকে পিটিয়ে হত্যা করে এক ব্যক্তি। প্রায় এক মাস আগে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় ঘটে যায় এই ঘটনা। সোশাল মিডিয়ায় এই কুকুর-হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি এক মাস পর প্রকাশ্যে চলে এসেছে। সীমারিয়াতল গ্রামের এই ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক পশুপ্রেমী। এমনই জানিয়েছেন দেহাত থানার স্টেশন ইন-চার্জ আনন্দ কুমার।
একটু দূর থেকে ওই ঘটনার মুহূর্ত ভিডিও করা হয়। তাতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি ওই কুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। পরে পা কেটে দেয়। আর যন্ত্রণায় চিৎকার করছে কুকুরটি। এই ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায়। People for the Ethical Treatment of Animals (PETA)-এর এক কর্মী এনিয়ে গোয়ালিয়র পুলিশের তরফে পদক্ষেপ দাবি করে। এস পি অমিত সাঙ্ঘি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনায় এফআইআর রুজু হয়েছে।
এদিকে আনন্দ কুমার জানিয়েছেন, গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে, সাগর বিশ্বাস নামে ওই ব্যক্তি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। কারণ, কুকুরটি তাঁর ছেলেকে কামড়ে চোয়ালের মাংস তুলে নিয়েছিল। শুধু তাই নয়, গ্রামের আরও পাঁচ জনকে কামড়েছে কুকুরটি। ওই ব্যক্তিকে আদালতের কাছে হাজির হওয়ার জন্য নোটিস দেওয়া হবে।
NGO People for Animals (PFA) - এর কর্মী ছায়া তোমর-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর রুজু করে। PETA কর্মী মীত অশর ও PFA-র প্রিয়াংশু জৈন বলেন, ঘটনাটি ভিডিও করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এক বিবৃতিতে PETA-র তরফে জানানো হয়েছে, রডে করে বার বার পিটিয়ে এবং ছুরি দিয়ে পা কেটে নিয়ে কুকুরটিকে হত্যা করেছে ওই ব্যক্তি। গোয়ালিয়র পুলিশকে এই ঘটনায় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাতে প্রাণীদের ওপর কোনও নিষ্ঠুরতা সহ্য করা হবে না বলে একটা বার্তা যায়।