Maharashtra Crisis live : মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন উদ্ধব ঠাকরে

Maharashtra Crisis live : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। জানুন প্রতি মুহূর্তের আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jun 2022 11:26 PM

প্রেক্ষাপট

মুম্বই:  মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। আজ সকালেই...More

Maharashtra Crisis Update : বিধায়ককে অপহরণের অভিযোগ

শিন্ডের শিবিরের সদস্য, অকোলার শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ দাবি করেন, তাঁকে সুরাতের হোটেলে অপহরণ করা হয়েছিল। তিনি উদ্ধব ঠাকরের সঙ্গেই আছেন।