Maharashtra Crisis live : মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন উদ্ধব ঠাকরে
Maharashtra Crisis live : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। জানুন প্রতি মুহূর্তের আপডেট
শিন্ডের শিবিরের সদস্য, অকোলার শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ দাবি করেন, তাঁকে সুরাতের হোটেলে অপহরণ করা হয়েছিল। তিনি উদ্ধব ঠাকরের সঙ্গেই আছেন।
মহারাষ্ট্রে জোট সরকারে সঙ্কট বাড়িয়ে বিদ্রোহী আরও ৬ বিধায়ক। মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হলেন আরও ৬ শিবসেনা বিধায়ক।
নতুন চিফ হুইপের নাম ঘোষণা করল একনাথ শিন্ডে গোষ্ঠী। সুরাত থেকে গুয়াহাটি গিয়ে দফায় দফায় বিদ্রোহীদের সঙ্গে বৈঠকে শিন্ডে।
শিবসেনা সমর্থকরা রাস্তা আটকে দাঁড়ান। গাড়ি দাঁড় করিয়ে বেরিয়ে আসেন উদ্ধব। হাতজোড় করে সকলকে সরতে অনুরোধ করেন। তার পর পুলিশের মধ্যস্থতায় গাড়ি এগোয়।
স্ত্রী, দুই ছেলে আদিত্য এবং তেজস ঠাকরেকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন উদ্ধব ঠাকরে।
মহারাষ্ট্র টানাপড়েনে নয়া মোড়। দলত্যাগ করা সব বিধায়কদের বিরুদ্ধে কড়া পদত্যাগ নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ল একটি আবেদন। দলত্যাগ করলে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে লড়া থেকে বিরত থাকার নির্দেশও চাওয়া হয়েছে ওই আবেদনে।
আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবই, দাবি করলেন শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত।
ইস্তফা দেবেন না উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী ছিলেন, থাকবেন। জানালেন সঞ্জয় রাউত।
এনসিপি, কংগ্রেসের জোট থেকে শিব সেনার বেরিয়ে আসা প্রয়োজন, জানালেন একনাথ শিন্ডে
মহারাষ্ট্রের থানেতে শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডের সমর্থনে পোস্টার
উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনা করছেন এনসিপি নেতা শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে।
কিছুক্ষণের মধ্য়ে সাংবাদিক বৈঠক করবেন বিদ্রোহী শিব সেনা বিধায়ক একনাথ শিন্ডে।
'আমার পদত্যাগপত্র তৈরি, যে কোনও শিব সৈনিক মুখ্যমন্ত্রী হতে পারে।', বললেন উদ্ধব ঠাকরে
প্রতারণা করে মুখ্যমন্ত্রী হয়েছেন উদ্ধব ঠাকরে। দলের উপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। মহারাষ্ট্র ইস্যুতে উদ্ধবকে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর।
শিব সেনা হিন্দুত্বের পথ থেকে সরে আসেনি, বললেন উদ্ধব ঠাকরে।
সরকারে প্রবল দুর্নীতি, আপোষ করা হয়েছে শিব সেনার নীতির সঙ্গেও। রেজোলিউশনে দাবি বিদ্রোহী বিধায়কদের
শীঘ্রই রাজ্যের বাসিন্দাদের প্রতি বার্তা দেবেন উদ্ধব ঠাকরে।
একনাথ শিন্ডেকে মহারাষ্ট্র বিধানসভায় শিব সেনার পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করলেন তাঁর সঙ্গে থাকা বিধায়করা। এই নিয়ে একটি রেজোলিউশনও পাশ করা হয়েছে।
ক্যাবিনেট মিটিংয়ে শুধুই প্রশাসনিক কথা হয়েছে, বিধায়কদের বিদ্রোহ নিয়ে কোনও কথা হয়নি বলে দাবি জোট সরকারের নেতাদের।
টানাপড়েনের মাঝেই হল মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট মিটিং। কোভিড আক্রান্ত হওয়ায় ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন উদ্ধব ঠাকরে।
শিবসেনার বিদ্রোহী বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে চিঠি । হুঁশিয়ারি দিয়ে চিঠি দিল শিবসেনা শীর্ষ নেতৃত্ব। বিকেল পাঁচটার বৈঠকে হাজির না থাকলে ধরে নেওয়া হবে দল তিনি ছাড়তে চান। সেক্ষেত্রে সদস্যপদ খারিজ হতে পারে ।
সঙ্গে রয়েছেন ৪৬ বিধায়ক। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এবিপি আনন্দের সঙ্গে ফোনে কথোপকথনে দাবি একনাথ শিন্ডের।
বিধায়কদের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। একনাথ শিন্ডে একজন সত্যিকারের শিবসৈনিক। খুব দ্রুতই শিন্ডের সঙ্গে অন্য বিধায়করা মুম্বই ফিরবেন। দাবি সঞ্জয় রাউতের।
করোনা আক্রান্ত উদ্ধব ঠাকরে, দাবি কমলনাথের। করোনা আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল, ভর্তি হাসপাতালে। নিজেই ট্যুইট করে জানালেন ভগৎ সিংহ কোশিয়ারি
উল্টোদিকে, অসমের হোটেলেই বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শিবসেনার বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। বাইরে থেকে যাতে কেউ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তার জন্য তাঁদের মোবাইল ফোনও সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, মুম্বই থেকে আরও ২ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক রওনা হয়েছেন গুয়াহাটির উদ্দেশে।
মহারাষ্ট্রে মহাসঙ্কট, আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, খবর সূত্রের। বিধানসভা ভাঙার ইঙ্গিত সঞ্জয় রাউতের
‘মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙার পথে এগোচ্ছে’, ট্যুইট শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের।
করোনা আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল, নিজেই ট্যুইট করে জানালেন ভগত্ সিংহ কোশিয়ারি । হাসপাতালে ভর্তি হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল।
শিবসেনা নিজেদের বিধায়কদের ধরে রাখুক, কংগ্রেস ঐক্যবদ্ধই আছে। মন্তব্য মহারাষ্ট্র সঙ্কট নিয়ে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কমলনাথের।
প্রেক্ষাপট
মুম্বই: মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। আজ সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে।
গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন। এরইমধ্যে গুয়াহাটির ওই হোটেল ঘিরে বসানো হয়েছে কড়া নিরাপত্তা বলয়।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অবশ্য দাবি, গুয়াহাটিতে যাওয়া শিবসেনার বিধায়কদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। আজ সকালে কথা হয়েছে একনাথ শিন্ডের সঙ্গেও। তাঁর দাবি, তাড়াতাড়িই গুয়াহাটি থেকে শিবসেনার বিধায়করা মুম্বই ফিরে আসবেন। সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হয় শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -