Maharashtra Crisis live : অসমে পদার্পণ দুই নির্দল বিধায়কের, রওনা পাঁচতারা হোটেলের উদ্দেশে

Maharashtra Crisis live : বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডে আগেই দাবি করেন, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। জানুন প্রতি মুহূর্তের আপডেট

abp ananda Last Updated: 23 Jun 2022 11:36 PM
Maharashtra Political Update: অসমে পদার্পণ দুই নির্দল বিধায়কের, রওনা পাঁচতারা হোটেলের উদ্দেশে

অসমে পদার্পণ আরও দুই নির্দল বিধায়কের। গুয়াহাটি পৌঁছলেন কিশোর জোরগেওয়ার, গীতা জৈন। রওনা দিলেন পাঁচতারা হোটেলের উদ্দেশে।


 

Maharashtra Crisis Update: ১২ বিধায়কের পদ বাতিলের আর্জি, ডেপুটি স্পিকারের কাছে আবেদন শিবসেনার

১২ বিধায়কের পদ বাতিলের দাবি দাবি শিবসেনার। আবেদন জনা ডেপুটি স্পিকারের কাছে। উদ্ধব ঠাকরের বৈঠকে যোগ না দেওয়ায় সিদ্ধান্ত, জানালেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত।


 

Maharashtra Political Update: শিবসেনার বিদ্রোহী বিধায়কদের জন্য আপাতত ৭০টি ঘর বুক

গুয়াহাটির বিলাসবহুল পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লু-তে রয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা। ওই হোটেলে মোট ১৯৬টি ঘর রয়েছে। সেখানে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের জন্য আপাতত ৭০টি ঘর বুক করা হয়েছে এক সপ্তাহের জন্য, যার ভাড়া পড়ছে ৫৭ লক্ষ টাকার মতো।

Maharashtra Crisis Update: অন্য রাজ্যের বিধায়করা এখানে এসে থাকতে পারেন: হিমন্ত বিশ্ব শর্মা

অসমে অনেক ভাল হোটেল রয়েছে, অন্য রাজ্যের বিধায়করা এখানে এসে থাকতে পারেন, বললেন অসমের মুখ্যমন্ত্রী।

Maharashtra Political Update: বিধানসভায় শক্তিপরীক্ষা করা হোক, দাবি শরদ পওয়ারের

বিধানসভায় শক্তিপরীক্ষার ডাক দিলেন এনসিপি নেতা শরদ পওয়ার।  

Maharashtra Crisis Update: উদ্ধবের ডাকা বৈঠকে এত কম বিধায়ক কেন? প্রশ্ন রাজনৈতিক মহলে

শিন্ডের কাছে একাধিক বিধায়ক, উদ্ধবের ডাকা বৈঠকে এত কম বিধায়ক কেন? দলের উপর উদ্ধব কি নিয়ন্ত্রণ হারিয়েছেন? প্রশ্ন রাজনৈতিক মহলে।

Maharashtra Political Update: উদ্ধবের ডাকে সাড়া হাতেগোনা কিছু বিধায়কের

পতনের মুখে উদ্ধব-সরকার, মাতোশ্রীর বৈঠকে হাজির মাত্র ১৩ বিধায়ক! উদ্ধবের ডাকা বৈঠকে মাতোশ্রীতে হাজির শিবসেনার হাতেগোনা বিধায়ক!

Maharashtra Crisis Update: আত্মসম্মান নিয়ে বাঁচবেন, নাকি দাসত্ব করবেন', বিদ্রোহীদের বার্তা শিবসেনার

‘এখনও আলোচনার দরজা খোলা আছে, ঠিক করুন কী করবেন। আত্মসম্মান নিয়ে বাঁচবেন, নাকি দাসত্ব করবেন।', বিদ্রোহীদের বার্তা শিবসেনার।

Maharashtra Political Update: জোট ভাঙবে কিনা, সিদ্ধান্ত নেবে শিবসেনা, জানাল এনসিপি

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, এনসিপির বৈঠকে বার্তা পাওয়ারের। জোট ভাঙবে কিনা, সিদ্ধান্ত নিতে হবে শিবসেনাকে, জানিয়ে দিল এনসিপি।

Maharashtra Crisis Update: মুম্বই থেকে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ

সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা উদ্ধব ঠাকরের, সক্রিয় বিজেপিও। মুম্বই থেকে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ। অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন ফড়নবীশ।

Maharashtra Political Update: শিণ্ডেকে উপ মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভা?

বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরও বাড়বে বলে দাবি শিণ্ডে শিবিরের। শিণ্ডেকে উপ মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভা গড়তে পারে বিজেপি, খবর সূত্রের।

Maharashtra Crisis Update: দলত্যাগবিরোধী আইনের আওতা এড়াতে ৩৭ বিধায়কের সমর্থন প্রয়োজন শিণ্ডের

বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে চিঠি দিতে পারেন শিণ্ডে। দলত্যাগবিরোধী আইনের আওতা এড়াতে ৩৭ বিধায়কের সমর্থন প্রয়োজন শিণ্ডের।

Maharashtra Political Update: মহারাষ্ট্রে মহা সাসপেন্সে নতুন মোড়

মহারাষ্ট্রে মহা সাসপেন্সে নতুন মোড়। সঙ্গে রয়েছেন ৪৯ জন বিধায়ক, দাবি শিণ্ডে শিবিরের। এঁদের মধ্যে ৪২ জন শিবসেনার বিধায়ক, ৭ জন নির্দল, দাবি শিণ্ডে শিবিরের। নতুন ভিডিও প্রকাশ করে দাবি শিণ্ডে শিবিরের। উদ্ধব বৈঠক ডাকলে মাতোশ্রীতে ছিলেন মাত্র ১৪ জন বিধায়ক।

Maharashtra Crisis Update: শিবসেনায় আরও ভাঙনের হুমকি শিণ্ডে গোষ্ঠীর

মহারাষ্ট্রে শিবসেনায় আরও ভাঙনের হুমকি শিণ্ডে গোষ্ঠীর। সুরাতে মধ্যস্থতাকারী হিসেবে যাওয়া বিধায়কও ‘বিদ্রোহী’! 

Maharashtra Political Update: গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ

বন্যায় ভাসছে অসম, সেইসময় গুয়াহাটিতে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটিতে মহারাষ্ট্রের উদ্ধব সরকারের ডামাডোল নিয়ে তৃণমূলের প্রতিবাদ। গুয়াহাটির যে হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা, সেই হোটেলের বাইরে রিপুন বরার নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। 

Maharashtra Crisis Update: মহারাষ্ট্রে শিবসেনায় আরও ভাঙনের হুমকি শিণ্ডে গোষ্ঠীর

মহারাষ্ট্রে শিবসেনায় আরও ভাঙনের হুমকি শিণ্ডে গোষ্ঠীর। ইতিমধ্যেই শিবসেনার ৪২ বিধায়ক-সহ ৪৯জন পক্ষে থাকার দাবি। আরও বিধায়ক আসছেন, দাবি শিণ্ডে গোষ্ঠীর চিফ হুইপের। বিদ্রোহীদের ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন একনাথ-গোষ্ঠীর। পতনের মুখে উদ্ধব-সরকার, মাতোশ্রীর বৈঠকে হাজির মাত্র ১৪ বিধায়ক! উদ্ধবের ডাকা বৈঠকে মাতোশ্রীতে হাজির শিবসেনার হাতেগোনা বিধায়ক!

Maharashtra Political Update: শিণ্ডেকে পাল্টা চ্যালেঞ্জ উদ্ধব শিবিরের

মহারাষ্ট্রে মহা-সাসপেন্স, শিণ্ডেকে পাল্টা চ্যালেঞ্জ উদ্ধব শিবিরের। ‘হাউসে ভোটাভুটি হলেই দেখা যাবে কার পাশে কতজন বিধায়ক’, সাংবাদিক বৈঠক করে পাল্টা চ্যালেঞ্জ উদ্ধব শিবিরের। 'শিণ্ডে শিবিরেও আমাদের লোক আছে,' দাবি সঞ্জয় রাউতের। শিণ্ডের বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ দুই শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ ও কৈলাস পাতিলের।

Maharashtra Crisis Update: উদ্ধবের পাশে থেকে বার্তা মমতার

‘সামনেই রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপি-র কাছে নম্বর নেই। অনৈতিকভাবে মহারাষ্ট্রে সরকার ভাঙার চেষ্টা বিজেপির। গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে বিজেপি, আমরা বিচার চাই। উদ্ধব ঠাকরের জন্য বিচার চাই। যতই বাহুবল দেখান, একদিন না একদিন যেতেই হবে আপনাদের।' তোপ মমতার

Maharashtra Political Update: এবার উদ্ধব ঠাকরেকে শর্ত একনাথ শিণ্ডের

মহারাষ্ট্রে মহাসঙ্কট, এবার উদ্ধব ঠাকরেকে শর্ত একনাথ শিণ্ডের। ‘জোট ছেড়ে আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন উদ্ধব ঠাকরে। উদ্ধবের কথায় কোনও ভরসা নেই, আগে ইস্তফা দিন।' এবার উদ্ধব ঠাকরেকে শর্ত দিলেন বিদ্রোহী একনাথ শিণ্ডে।

Maharashtra Crisis Update: মহারাষ্ট্রে বাড়ল দেবেন্দ্র ফড়ণবীশের নিরাপত্তা

মহারাষ্ট্র টানাপড়েনে নতুন মোড়। মহারাষ্ট্রে বাড়ল দেবেন্দ্র ফড়ণবীশের নিরাপত্তা।

Maharashtra Political Update: আলাদা করে মিটিং করবে কংগ্রেস

মহারাষ্ট্রের ডামাডোলে চিন্তিত কংগ্রেস, দলীয় নেতাদের নিয়ে বিকেলে মিটিং ডাকল কংগ্রেস।

Maharashtra Crisis Update: জোট থেকে বেরিয়ে যাবে শিব সেনা?

মহারাষ্ট্রের জোট থেকে বেরিয়ে জানার প্রস্তুতি নিচ্ছে শিব সেনা, জানালেন সঞ্জয় রাউত। 

Maharashtra Political Update : রাজ্যপালকে চিঠি দিতে পারেন বিদ্রোহীরা

সূত্রের খবর, রাজ্যপালকে চিঠি দিতে পারেন বিদ্রোহীরা। শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গতকাল রাতে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে যান উদ্ধব। তবে শিবসেনার দাবি, তিনিই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। 

Maharashtra Crisis Update: গুয়াহাটির হোটেলের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা

গুয়াহাটির হোটেলের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

Maharashtra Political Update : বন্যায় ভাসছে অসম, সেইসময় গুয়াহাটিতে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

বন্যায় ভাসছে অসম, সেইসময় গুয়াহাটিতে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটিতে মহারাষ্ট্রের উদ্ধব সরকারের ডামাডোল নিয়ে তৃণমূলের প্রতিবাদ। গুয়াহাটির যে হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা, সেই হোটেলের বাইরে রিপুন বরার নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

Maharashtra Crisis Update: মহারাষ্ট্রে মহা-সাসপেন্স, গুয়াহাটির হোটেলে আরও ৭ বিদ্রোহী বিধায়ক

মহারাষ্ট্রে মহা-সাসপেন্স। গুয়াহাটির হোটেলে আরও ৭ বিদ্রোহী বিধায়ক। উদ্ধবের সঙ্গে রয়েছে ১৬ জন বিধায়ক, খবর সূত্রের। সূত্রের খবর, বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন শিবসেনার ১৭ জন সাংসদ। গুয়াহাটির হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা। একনাথ শিণ্ডে শিবিরের দাবি, তাদের সঙ্গে ৪৮ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। 

Maharashtra Political Update : মহারাষ্ট্রের উদ্ধব সরকারের ডামাডোল নিয়ে গুয়াহাটিতে তৃণমূলের প্রতিবাদ

মহারাষ্ট্রের উদ্ধব সরকারের ডামাডোল নিয়ে গুয়াহাটিতে তৃণমূলের প্রতিবাদ। গুয়াহাটির যে হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা, সেই হোটেলের বাইরে রিপুন বরার নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বন্যায় ভাসছে অসম, সেইসময় গুয়াহাটিতে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কটাক্ষ তৃণমূলের। 

Maharashtra Crisis Update: সাড়ে ১১টা নাগাদ শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। গুয়াহাটির হোটেলে আরও ৭ বিধায়ক। একনাথ শিণ্ডে শিবিরের দাবি, তাদের সঙ্গে ৪৮ জন বিধায়ক রয়েছেন। সকালে বিদ্রোহী বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন শিণ্ডে। সূত্রের খবর, বৈঠকের পর রাজ্যপালকে চিঠি দিতে পারেন বিদ্রোহীরা। সাড়ে ১১টা নাগাদ শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

Maharashtra Political Update : উদ্ধব সরকারের সঙ্কটের মধ্যেই মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটে ফাটলের ইঙ্গিত

উদ্ধব সরকারের সঙ্কটের মধ্যেই মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটে ফাটলের ইঙ্গিত। সূত্রের খবর, জোট শরিক এনসিপি-র সঙ্গে শিবসেনার সংঘাত। এনসিপি-র দাবি, উদ্ধব সরকারের সঙ্কটের নেপথ্যে রয়েছে শিবসেনার অন্তর্দ্বন্দ্ব। শিবসেনার শীর্ষ নেতৃত্বের একাংশ বিদ্রোহীদের ইন্ধন জোগাচ্ছে।গতকাল উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বাড়িতে বৈঠক হয়। সূত্রের খবর, সরকারি বাংলো ছাড়ার সিদ্ধান্তে নারাজ এনসিপি বিধায়করা।   

Maharashtra Crisis Update: আরও ৪ জন বিধায়ক পৌঁছলেন গুয়াহাটির হোটেলে

মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। আরও ৪ জন বিধায়ক পৌঁছলেন গুয়াহাটির হোটেলে। এর আগে সুরাত থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে বিদ্রোহী বিধায়কদের। বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডে আগেই দাবি করেন, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গতকাল রাতে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে গিয়েছেন। তবে শিবসেনার দাবি, তিনিই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। এই পরিস্থিতিতে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন উদ্ধব। 

প্রেক্ষাপট

মহারাষ্ট্রে (Maharastra) সঙ্কট আরও চরমে। মুখ্যমন্ত্রীর (CM) পদে থেকেও সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। রাতেই গেলেন মাতোশ্রীতে। বিধানসভায় শক্তি পরীক্ষার প্রস্তুতি। 


সরকার বাঁচাতে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব পাওয়ারের। খারিজ করলেন বিদ্রোহী মন্ত্রী। পাল্টা উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিল বিজেপি। 


শিণ্ডের বিদ্রোহে টলমল জোট সরকার। সুরাত থেকে গুয়াহাটিতে বিদ্রোহীরা। পৌঁছলেন আরও ৪ শিবসেনা বিধায়ক, খবর সূত্রের। 


মহারাষ্ট্রে নাটকীয় মুহূর্ত। উদ্ধব মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়ার পরেই সতর্কতা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা।


মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। আরও ৪ জন বিধায়ক পৌঁছলেন গুয়াহাটির হোটেলে। এর আগে সুরাত থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে বিদ্রোহী বিধায়কদের। বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডে আগেই দাবি করেন, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গতকাল রাতে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে গিয়েছেন। তবে শিবসেনার দাবি, তিনিই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। এই পরিস্থিতিতে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন উদ্ধব। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.