Maharashtra Crisis live : অসমে পদার্পণ দুই নির্দল বিধায়কের, রওনা পাঁচতারা হোটেলের উদ্দেশে

Maharashtra Crisis live : বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডে আগেই দাবি করেন, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। জানুন প্রতি মুহূর্তের আপডেট

abp ananda Last Updated: 23 Jun 2022 11:36 PM

প্রেক্ষাপট

মহারাষ্ট্রে (Maharastra) সঙ্কট আরও চরমে। মুখ্যমন্ত্রীর (CM) পদে থেকেও সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। রাতেই গেলেন মাতোশ্রীতে। বিধানসভায় শক্তি পরীক্ষার প্রস্তুতি। সরকার বাঁচাতে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব পাওয়ারের। খারিজ করলেন...More

Maharashtra Political Update: অসমে পদার্পণ দুই নির্দল বিধায়কের, রওনা পাঁচতারা হোটেলের উদ্দেশে

অসমে পদার্পণ আরও দুই নির্দল বিধায়কের। গুয়াহাটি পৌঁছলেন কিশোর জোরগেওয়ার, গীতা জৈন। রওনা দিলেন পাঁচতারা হোটেলের উদ্দেশে।