মুম্বই: স্বাস্থ্যক্ষেত্রে (Medical) অক্সিজেনের (Oxygen) চাহিদা প্রতিদিন ৮০০ মেট্রিক টন হলেই মহারাষ্ট্রে (Maharashtra) ফের লকডাউন (Lockdown) জারি করা হবে। জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে (Rajesh Tope)। ইতিমধ্যে রাজ্য সরকার রাত ৯ টা থেকে সকাল ৬ টার মধ্যে কোনও জায়গায় ৫ জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে কোনও অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যাও সীমিত করেছে প্রশাসন।  


স্বাস্থ্য মন্ত্রী বলেন, “করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Variant) জেরে সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও সাধারণভাবে দেখতে গেলে কোনও রোগীকে আইসিইউতে (ICU) ভর্তি করার প্রয়োজন পড়েনি। অক্সিজেনও দিতে হয়নি। তিনি বলেন, অক্সিজেনের চাহিদা প্রতিদিন ৮০০ মেট্রিক টন হলেই রাজ্যজুড়ে লকডাউন জারি করা হবে।’’ যদিও বর্তমানে প্রতিদিন কত মেট্রিক টন অক্সিজেন স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজন হয় তা জানাননি স্বাস্থ্য মন্ত্রী। তাঁর কথায়, 'আমরা চাই না যে সাধারণ মানুষ আরও বিধিনিষেধের (Covid Rules) সম্মুখীন হন, তাই কোভিড বিধি অনুসরণ করার জন্য আবেদন করছি। আর করোনা রোধে মাস্ক পরা খুবই গুরুত্বপূর্ণ,” 


দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২২।  এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০৮। দিল্লিতে ৭৯, গুজরাতে ৪৩, তেলেঙ্গানায় ৪১, কেরলে ৩৮, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৪ এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩১। 


দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death Toll) ও আক্রান্তের (Daily Case)সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৮৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৭।


আরও পড়ুন: Omicron India: ওমিক্রন-ঢেউয়ে কতটা বিপর্যস্ত হতে পারে ভারত? জানালেন প্রথম ওমিক্রন শনাক্তকারী চিকিৎসক