গুয়াহাটি: বন্যার গ্রাসে যখন ধুঁকছে রাজ্য, সেই সময়ই মহারাষ্ট্রের রাজনীতির (Maharshtra Political Crisis) ভরকেন্দ্রে পরিণত হয়েছে অসম। শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়করা সেখানকার বিলাসবহুল হোটেলে ঘাঁটি গেড়ে রয়েছেন (Assam Guwahati Hotel)। সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যায় বিপর্যস্ত অসমকে সহায়তা প্রদানের পরিবর্তে রাজ্য সরকারকে বিধায়ক কেনাবেচায় নিযুক্ত করা হয়েছে বলে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র  ভর্ৎসনা করেছেন তিনি। সেই আবহেই অসমের ওই হেটেলে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের খরচের বহর সামনে এল, যাতে দেখা যাচ্ছে, সাত দিনে শুধু হোটেলের ঘর বুকিংয়েই প্রায় ৫৭ লক্ষ টাকা খরচ পড়ছে। 


বিলাসবহুল হোটেলে ঘাঁটি গেড়ে রয়েছেন বিক্ষুব্ধরা


গুয়াহাটির বিলাসবহুল পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লু-তে রয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা। ওই হোটেলে মোট ১৯৬টি ঘর রয়েছে। সেখানে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের জন্য আপাতত ৭০টি ঘর বুক করা হয়েছে এক সপ্তাহের জন্য, যার ভাড়া পড়ছে ৫৭ লক্ষ টাকার মতো। ঘরভাড়ার পাশাপাশি খাওয়া-দাওয়া এবং অন্য পরিষেবা মিলিয়ে দৈনিক ৮ লক্ষ টাকার মতো খরচ পড়ছে। 


শিবসেনার বিদ্রোহী বিধায়কদের যাওয়া-আসার জন্য এমনিতেই চার্টার্ড বিমান, বিলাসবহুল গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য খরচ রয়েছে। সেই বাবদ খরচ ধরলে খরচের পরিমাণ কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এক সপ্তাহের হোটেল ভাড়াতেই শুধু ৫৭ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। বিজেপি-র তরফেই বিক্ষুব্ধদের প্রথমে মহারাষ্ট্র থেকে গুজরাত এবং পরে অসমে যাওয়ার বন্দোবস্ত করা হয় বলে অভিযোগ উঠছে। তবে এই বিক্ষুব্ধ নেতাদের হোটেলের খরচপাতি কে চালাচ্ছেন, তা স্পষ্ট নয়। 



আরও পড়ুন: Maharashtra Political Crisis: 'অনাসৃষ্টি'র জোট ছেড়ে ফের পদ্মের দিকে! ভেবে দেখতে রাজি শিবসেনা


স্থানীয় সূত্রের দাবি, মহারাষ্ট্রের পরিস্থিতি কোন দিকে এগোয়, এই মুহূর্তে সেদিকেই নজর গোটা দেশের। তবে হোটেল র‍্যাডিসন ব্লু-তে আনাগোনা বেড়েই চলেছে। তার জেরে আপাতত হোটেল কর্তৃপক্ষ অন্য যাবতীয় বুকিং বন্ধ রেখেছেন। বন্ধ রাখা হয়েছে ব্যাঙ্কোটয়েট হল এবং হোটেলের রেস্তরাঁও। শুধু বিভিন্ন কর্পোরেট সংস্থা আগে থেকে যে সমস্ত বুকিং করে রেখেছিল, সেগুলো বাতিল করা হয়নি। 


মহারাষ্ট্র নিয়ে টালমাটাল পরিস্থিতি


একনাথ শিন্ডের নেতৃত্বে অসমের ওই হোটেলে ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের জোট ছেড়ে বেরিয়ে এসে পুরনো শরিক বিজেপি-র হাত ধরতে হবে বলে উদ্ধব ঠাকরের উপর চাপ সৃষ্টি করে চলেছেন তিনি। এ দিন উদ্ধবের ইস্তফাও দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে সুর কিছুটা নরম করেছে শিবসেনাও। বিক্ষুদ্ধের ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রে ফিরে আসার নির্দেশ দিয়েছে তারা। তাহলে বিজেপি-র সঙ্গে জোট-প্রস্তাব নিয়ে ভাবনা-চিন্তা করা হবে বলে জানিয়েছে।