মুম্বই: মুখ্য়মন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তার পরেও সুর নরম করছেন না বিদ্রোহীরা। তাতেই এ বার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে ইঙ্গিত দিলেন শিবসেনা (Shiv Sena) নেতৃত্ব। বিদ্রোহী বিধায়কদের মহারাষ্ট্রে ফিরতে আর্জি জানালেন তাঁরা। বিদ্রোহী বিধায়কদের ফিরতে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন শিবসেনা নেতৃত্ব। তাঁরা ফিরলে 'মহা বিকাশ আঘাডি' (Sena,Maha Vikas Aghadi) জোট থেকে বেরিয়ে আসার বিষয়টি ভাবনা-চিন্তা করে দেখবেন বলে জানিয়েছেন।
বিদ্রোহীদের ফেরাতে সুর নরম শিবসেনার
বুধবার রাতে সপরিবারে উদ্ধব মুখ্যমন্ত্রীর বাসভবন বেরিয়ে যাওয়ার পরও বরফ গলেনি। বরং এখনও গুয়াহাটিতে ঘাঁটি গেড়ে রয়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়রা। তাঁদের নেতা একনাথ শিন্ডে ট্যুইট করে উদ্ধবের বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে দিয়েছেন। গত আড়াই বছর মুখ্যমন্ত্রীর বাসভবনের দরজা তাঁদের জন্য বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন বিদ্রোহী বিধায়ক সঞ্জয় শিরসত।
কিন্তু প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেও মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধব ইস্তফা দিন, তা চান না বিদ্রোহী বিধায়কদের একাংশ। বরং 'অনাসৃষ্টি'র জোট ছেড়ে তিনি বেরিয়ে আসুন এবং বিজেপি-র সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়ে নিন, এমনই দাবি তুলছেন তাঁরা। বিদ্রোহী বিধায়ক দীপক কেশকর বলেন, "আমরা চাই, উনি বিজেপি-র সঙ্গে জোট গড়ে নতুন সরকার গড়ুন, যারা কিনা আমাদের প্রকৃত শরিক।" তাতে সাড়া দিয়েই এ বার বিষয়টি ভেবে দেখতে সম্মত হলেন শিবসেনা নেতৃত্ব।
বৃহস্পতিবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, "আপনারা বলছেন, শিবসেনা ছাড়তে চান না, বর্তমান সরকারের সমীকরণেই শুধু আপত্তি। সে ক্ষেত্রে আমরা বিষয়টি ভেবে দেখব। কিন্তু তার জন্য প্রথনে ফিরে আসতে হবে আপনাদের। উদ্ধব ঠাকরের সামনে দাঁড়িয়ে জানাতে হবে দাবি-দাওয়া। ২৪ ঘণ্টার মধ্যে আপনারা ফিরে এলে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করব আমরা।"
এনসিপি-কংগ্রেসের সঙ্গে সমীকরণ বিবেচনা করে দেখার আশ্বাস
এই মুহূর্তে তাঁর সপক্ষে ৩৭ জন শিবসেনা বিধায়ক রয়েছে বলে দাবি করেছেন একনাথ। এ ছাড়াও বেশ কয়েক জন নির্দল প্রার্থীও কাঁকে সমর্থন জানিয়েছেন বলে দাবি তাঁর। সে ক্ষেত্রে উদ্ধবের পক্ষে ১৩ জন শিবসেনা বিধায়ক রয়ে যায়, এনসিপি-কংগ্রেস বিধায়কদের নিয়েও যা সরকার ধরে রাখার পক্ষে যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে জোট ছাড়া নিয়ে ভাবনা-চিন্তার আশ্বাস দিয়ে বিদ্রোহী বিধায়কদের ফিরিয়ে আনাই মূল লক্ষ্য শিবসেনার।