Maharashtra Political Crisis : থমথমে মহারাষ্ট্র, হাই অ্যালার্ট সব পুলিশ স্টেশনে
Maharashtra Political Crisis : কী হতে চলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ
১৬ জন বিদ্রোহী বিধায়ককে শনিবার নোটিস পাঠাতে পারেন ডেপুটি স্পিকার নরহরি জারওয়াল।
বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবিলায় মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভাকনির পরামর্শ চাইল বিধানসভার সচিবালয়।
ডেপুটি স্পিকার নরহরি জারওয়ালকে সরাতে প্রস্তাব আনার সিদ্ধান্ত শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের। বিদ্রোহী শিবিরের ৪৬ জন বিধায়কের সই জোগাড়ের তোড়জোড় চলছে ।
শনিবার দুপুর ১টায় জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক ডাকল শিবসেনা। বৈঠক হবে সেনাভবনে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মহারাষ্ট্রে পরিস্থিতি অত্যন্ত থমথমে। মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি। রাস্তায় নামতে পারেন শিবসেনা কর্মীরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জারি হাই অ্যালার্ট, পুলিশ সূত্রে খবর।
বৈঠকের জন্য ভিড় বাড়ছে মাতোশ্রী-তে। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাটিল ও বর্ষীয়ান নেতা প্রফুল্ল প্যাটেল-ও পৌঁছলেন ঠাকরে পরিবারের বাসভবনে।
মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে তাঁর ব্যক্তিগত বাসভবন 'মাতোশ্রী'-তে পৌঁছলেন এনসিপি সুপ্রিমো
কোনও জাতীয় দল আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, দাবি একনাথ শিণ্ডের
দলীয় বৈঠকে কড়া উদ্ধব ঠাকরে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহী বিধায়কদের ফেরার হুঁশিয়ারি উদ্ধবের।
'বিধায়কদের অর্থের বিনিময়ে কেনা হয়েছে', দলীয় বৈঠকে দাবি আদিত্য ঠাকরের
মহারাষ্ট্রে গদি বাঁচাতে টানটান লড়াই উদ্ধবের। তার মধ্যেই বিহারে বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বললেন, 'উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউতের নার্কো পরীক্ষা হলেই সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটানির মৃত্যুরহস্য উন্মোচন হবে।'
'মহারাষ্ট্র বড় রাজ্য। সেই নিয়ে কী করে মন্তব্য করি? তবে মানুষ যে অসমকে তাঁদের পছন্দের তালিকায় রাখছেন তাতেই আমি খুশি'--বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
ঘোর সঙ্কটে উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক।
সন্ধে ৬.৩০টায় উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন এনসিপি নেতারা, জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সঙ্গে সংযোজন, 'মহারাষ্ট্রে সরকার স্থিতিশীল রাখতে প্রাণপণ চেষ্টা করব।'
দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ বালাসাহেব-পুত্রের। যাঁরা বলতেন শিবসেনার জন্য প্রাণ দিতে পারেন তাঁরাই পালিয়ে গিয়েছেন, খেদ উদ্ধবের। সঙ্গে কটাক্ষ, 'শিবসেনা ও ঠাকরের নাম ছাড়া কত দূর যেতে পারবেন?'
সঙ্কটের প্রহরে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উদ্ধব ঠাকরের। বললেন, 'নিজের ছেলেকে তো সাংসদ বানিয়েছেন একনাথ শিণ্ডে। তা হলে আমার ছেলেকে নিয়ে সমস্যা কেন?'
মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানি ২৯ তারিখ। রণকৌশল বৈঠকে অংশ নিতে শিবসেনা ভবনে আদিত্য ঠাকরে। বাড়ি থেকে বেরিয়ে দেখালেন ভিকট্রি সাইন।
মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।
গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন শিণ্ডে। গুয়াহাটিতে শিণ্ডে শিবিরে যোগ দিতে পারেন আরও বিধায়ক।
গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে গেলেন শিণ্ডে। সম্ভবত ফিরছেন মুম্বইতে। এদিন গুয়াহাটির হোটেলের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।
এদিকে মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। ১২-র পর আরও ৪ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা। নতুন ৪ বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে। বিধান ভবনে পৌঁছেছে শিবসেনার লিগাল টিম। আজই এই মামলার শুনানি করতে পারেন ডেপুটি স্পিকার।
‘গুয়াহাটিতে আমাদের সঙ্গে আছেন ৫২ জন বিধায়ক’। ৪০ জন শিবসেনা বিধায়ক আমাদের সঙ্গে। ১২ জন নির্দল বিধায়কও আছেন আমাদের সঙ্গে। সব মিলিয়ে ৫২ জনের সমর্থন আমাদের সঙ্গে। গুয়াহাটি থেকে নতুন দাবি একনাথ শিণ্ডের। বিজেপির সমর্থন নেব কি না, এখনও ভাবিনি। বিধায়কদের সঙ্গে বৈঠক করে, পরবর্তী সিদ্ধান্ত’, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া শিবসেনার বিদ্রোহী বিধায়কের
শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক।
মহারাষ্ট্রে জোট সরকারের সঙ্কটে বিজেপির কোনও ভূমিকা নেই। আজ এই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ওদের সরকার ওরা ভাঙছে। তবে বিজেপির কাছে কেউ সাহায্য চাইলে তা দেওয়া হবে বলে জানান তিনি।
মোদি-অমিত শাহ শুনে নিন। আপনাদের সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, শরদ পাওয়ারকে মুম্বইয়ে ঢুকতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। আপনাদের অবস্থান স্পষ্ট করুন। দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। শিণ্ডের সংখ্যাগরিষ্ঠতার পরিসংখ্যান পুরোটাই কাগজে-কলমে বলেও উল্লেখ।
শিণ্ডে শিবিরের দাবি, এখন তাঁদের কাছে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার ৩ ও নির্দলের ৫ বিধায়ক, দাবি শিণ্ডে শিবিরের।
প্রেক্ষাপট
Maharashtra Political Crisis : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের ( Eknath Shinde) দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক।
৯ জন নির্দল বিধায়ক ও বিজেপি-র ২ জন বিধায়ক রয়েছেন। অর্থাত্, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার (shiv sena) ৩ ও নির্দলের ৫ বিধায়ক।
আরও এক শিবসেনা বিধায়ক ভাস্কর যাদবের মোবাইল ফোন সুইচড অফ। ফলে তিনিও বিক্ষুব্ধ শিবিরে যোগ দিলেন কি না, তা নিয়ে সন্দেহ উদ্ধব শিবিরে।
শিবসেনার অভ্যন্তরীণ শক্তির পাল্লা একনাথ শিণ্ডের দিকে ঢলে পড়ার পর মহারাষ্ট্রের ঠাণেতে তাঁর পোস্টার পড়তে শুরু করেছে। বাল ঠাকরের সঙ্গে তাঁর পরিবারের কেউ নয়, একনাথের ছবি দিয়ে পোস্টার পড়েছে ঠানে ও রায়গড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -