Maharashtra Political Crisis : থমথমে মহারাষ্ট্র, হাই অ্যালার্ট সব পুলিশ স্টেশনে

Maharashtra Political Crisis : কী হতে চলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Jun 2022 10:59 PM
Maharashtra News Live : ১৬ জন বিদ্রোহী বিধায়ককে নোটিস পাঠাতে পারেন ডেপুটি স্পিকার

১৬ জন বিদ্রোহী বিধায়ককে শনিবার নোটিস পাঠাতে পারেন ডেপুটি স্পিকার নরহরি জারওয়াল।

Maharashtra Crisis Update : সঙ্কট কাটাতে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চাইল বিধানসভার সচিবালয়

বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবিলায় মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভাকনির পরামর্শ চাইল বিধানসভার সচিবালয়।

Maharashtra Update : ডেপুটি স্পিকারকে সরাতে প্রস্তাব বিদ্রোহী বিধায়কদের

ডেপুটি স্পিকার নরহরি জারওয়ালকে সরাতে প্রস্তাব আনার সিদ্ধান্ত শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের। বিদ্রোহী  শিবিরের ৪৬ জন বিধায়কের সই জোগাড়ের তোড়জোড় চলছে ।   

Maharashtra News Live : এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকল শিবসেনা

শনিবার দুপুর ১টায় জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক ডাকল শিবসেনা। বৈঠক হবে সেনাভবনে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। 

Maharashtra Crisis Update : হাই অ্যালার্ট মহারাষ্ট্রের পুলিশ স্টেশনে

মহারাষ্ট্রে পরিস্থিতি অত্যন্ত থমথমে। মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি। রাস্তায় নামতে পারেন শিবসেনা কর্মীরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জারি হাই অ্যালার্ট, পুলিশ সূত্রে খবর। 

Maharashtra Update : 'মাতোশ্রী'-তে অজিত পাওয়ার, জয়ন্ত পাটিল, প্রফুল্ল প্যাটেল

বৈঠকের জন্য ভিড় বাড়ছে মাতোশ্রী-তে। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাটিল ও বর্ষীয়ান নেতা প্রফুল্ল প্যাটেল-ও পৌঁছলেন ঠাকরে পরিবারের বাসভবনে।  

Maharashtra News Live : 'মাতোশ্রী' পৌঁছলেন শরদ পাওয়ার

মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে তাঁর ব্যক্তিগত বাসভবন 'মাতোশ্রী'-তে পৌঁছলেন এনসিপি সুপ্রিমো 

Maharashtra Crisis Update : কোনও জাতীয় দল যোগাযোগ করেনি: শিণ্ডে

কোনও জাতীয় দল আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, দাবি একনাথ শিণ্ডের

Maharashtra Update : বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে ফেরার হঁশিয়ারি উদ্ধবের

দলীয় বৈঠকে কড়া উদ্ধব ঠাকরে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহী বিধায়কদের ফেরার হুঁশিয়ারি উদ্ধবের।

Maharashtra News Live : অর্থের বিনিময়ে বিধায়ক কেনাবেচার দাবি আদিত্য ঠাকরের

'বিধায়কদের অর্থের বিনিময়ে কেনা হয়েছে', দলীয় বৈঠকে দাবি আদিত্য ঠাকরের

Maharashtra Crisis Update : নার্কো পরীক্ষা হোক উদ্ধবদের, পুরনো বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা

মহারাষ্ট্রে গদি বাঁচাতে টানটান লড়াই উদ্ধবের। তার মধ্যেই বিহারে বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বললেন, 'উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউতের নার্কো পরীক্ষা হলেই সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটানির মৃত্যুরহস্য উন্মোচন হবে।'

Maharashtra Update : মহারাষ্ট্র নিয়ে কী করে মন্তব্য করব, প্রশ্ন হিমন্ত বিশ্বশর্মার

'মহারাষ্ট্র বড় রাজ্য। সেই নিয়ে কী করে মন্তব্য করি? তবে মানুষ যে অসমকে তাঁদের পছন্দের তালিকায় রাখছেন তাতেই আমি খুশি'--বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা 

Maharashtra News Live : সঙ্কট আরও জটিল মহারাষ্ট্রে

ঘোর সঙ্কটে উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক।

Maharashtra Crisis Update : উদ্ধবের সঙ্গে সন্ধ্যায় বৈঠক এনসিপি নেতাদের: অজিত পাওয়ার

সন্ধে ৬.৩০টায় উদ্ধব ঠাকরের সঙ্গে  বৈঠক করবেন এনসিপি নেতারা, জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সঙ্গে সংযোজন, 'মহারাষ্ট্রে সরকার স্থিতিশীল রাখতে প্রাণপণ চেষ্টা করব।' 

Maharashtra Update : শিবসেনা ও ঠাকরের নাম ছাড়া কত দূর যেতে পারবেন, প্রশ্ন উদ্ধবের

দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ বালাসাহেব-পুত্রের।  যাঁরা বলতেন শিবসেনার জন্য প্রাণ দিতে পারেন তাঁরাই পালিয়ে গিয়েছেন, খেদ উদ্ধবের। সঙ্গে কটাক্ষ, 'শিবসেনা ও ঠাকরের নাম ছাড়া কত দূর যেতে পারবেন?'

Maharashtra Crisis: শিণ্ডে-পুত্রও সাংসদ, তা হলে আমার ছেলেকে নিশানা কেন? প্রশ্ন উদ্ধবের

সঙ্কটের প্রহরে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উদ্ধব ঠাকরের। বললেন, 'নিজের ছেলেকে তো সাংসদ বানিয়েছেন একনাথ শিণ্ডে। তা হলে আমার ছেলেকে নিয়ে সমস্যা কেন?'

Maharashtra Crisis Update : মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে, শুনানি ২৯ তারিখ

মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানি ২৯ তারিখ। রণকৌশল বৈঠকে অংশ নিতে শিবসেনা ভবনে আদিত্য ঠাকরে। বাড়ি থেকে বেরিয়ে দেখালেন ভিকট্রি সাইন।

Maharashtra Update :  মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির

 মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।

Maharashtra Crisis : কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন শিণ্ডে

গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন শিণ্ডে। গুয়াহাটিতে শিণ্ডে শিবিরে যোগ দিতে পারেন আরও বিধায়ক।

Maharashtra News Live : গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে গেলেন শিণ্ডে

গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে গেলেন শিণ্ডে। সম্ভবত ফিরছেন মুম্বইতে। এদিন গুয়াহাটির হোটেলের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। 

Maharashtra Crisis Live : মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির

এদিকে মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। ১২-র পর আরও ৪ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা। নতুন ৪ বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে। বিধান ভবনে পৌঁছেছে শিবসেনার লিগাল টিম। আজই এই মামলার শুনানি করতে পারেন ডেপুটি স্পিকার। 

Maharashtra Crisis Update : ‘গুয়াহাটিতে আমাদের সঙ্গে আছেন ৫২ জন বিধায়ক’ দাবি শিণ্ডের

‘গুয়াহাটিতে আমাদের সঙ্গে আছেন ৫২ জন বিধায়ক’। ৪০ জন শিবসেনা বিধায়ক আমাদের সঙ্গে। ১২ জন নির্দল বিধায়কও আছেন আমাদের সঙ্গে। সব মিলিয়ে ৫২ জনের সমর্থন আমাদের সঙ্গে। গুয়াহাটি থেকে নতুন দাবি একনাথ শিণ্ডের। বিজেপির সমর্থন নেব কি না, এখনও ভাবিনি। বিধায়কদের সঙ্গে বৈঠক করে, পরবর্তী সিদ্ধান্ত’, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া শিবসেনার বিদ্রোহী বিধায়কের

Maharashtra Crisis : সঙ্গে শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক, দাবি শিণ্ডের

শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক। 

Maharashtra Crisis : ' মহারাষ্ট্রের সঙ্কটে বিজেপির কোনও ভূমিকা নেই' দাবি দিলীপের

মহারাষ্ট্রে জোট সরকারের সঙ্কটে বিজেপির কোনও ভূমিকা নেই। আজ এই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ওদের সরকার ওরা ভাঙছে। তবে বিজেপির কাছে কেউ সাহায্য চাইলে তা দেওয়া হবে বলে জানান তিনি। 

Maharashtra Crisis Live: শরদ পাওয়ারকে মুম্বইয়ে ঢুকতে দেবেন না বলে হুমকি, দাবি সঞ্জয় রাউতের

মোদি-অমিত শাহ শুনে নিন। আপনাদের সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, শরদ পাওয়ারকে মুম্বইয়ে ঢুকতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। আপনাদের অবস্থান স্পষ্ট করুন। দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। শিণ্ডের সংখ্যাগরিষ্ঠতার পরিসংখ্যান পুরোটাই কাগজে-কলমে বলেও উল্লেখ।

Maharashtra Political Crisis : আরও ৮ জন বিধায়ক শিন্ডের শিবিরে ! দাবি

শিণ্ডে শিবিরের দাবি, এখন তাঁদের কাছে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার ৩ ও নির্দলের ৫ বিধায়ক, দাবি শিণ্ডে শিবিরের। 

প্রেক্ষাপট

Maharashtra Political Crisis : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের ( Eknath Shinde) দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক।


৯ জন নির্দল বিধায়ক ও বিজেপি-র ২ জন বিধায়ক রয়েছেন। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার (shiv sena) ৩ ও নির্দলের ৫ বিধায়ক।  


আরও এক শিবসেনা বিধায়ক ভাস্কর যাদবের মোবাইল ফোন সুইচড অফ। ফলে তিনিও বিক্ষুব্ধ শিবিরে যোগ দিলেন কি না, তা নিয়ে সন্দেহ উদ্ধব শিবিরে।  


শিবসেনার অভ্যন্তরীণ শক্তির পাল্লা একনাথ শিণ্ডের দিকে ঢলে পড়ার পর মহারাষ্ট্রের ঠাণেতে তাঁর পোস্টার পড়তে শুরু করেছে। বাল ঠাকরের সঙ্গে তাঁর পরিবারের কেউ নয়, একনাথের ছবি দিয়ে পোস্টার পড়েছে ঠানে ও রায়গড়ে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.