Maharashtra Political Crisis : দেশের চরম সঙ্কটেও ক্ষমতাদখলে মরিয়া একদল, কটাক্ষ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্তের

Mumbai Crisis Update : দলীয় বৈঠকে উদ্ধব ঠাকরে বুঝিয়ে দিয়েছেন, তিনি নতিস্বীকার করবেন না।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jun 2022 11:57 PM
Maharashtra News Live : দেশের চরম সঙ্কটেও ক্ষমতাদখলে মরিয়া একদল, কটাক্ষ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্তের

'বেকারত্ব, মুদ্রাস্ফীতিতে ধুঁকছে দেশ। মহারাষ্ট্রের মানুষের দুর্ভাগ্য় যে, এই সময়ও ক্ষমতা দখলে মরিয়া একদল মানুষ। শিবসেনা প্রধান ছাড়া বিক্ষুব্ধদের কোনও অস্তিত্ব নেই। কেউ ওঁদের গুরুত্ব দেবে না,' বললেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত।


 

Maharashtra Live Update : অনাসৃষ্টির জোট থেকে শিব সৈনিকদের মুক্ত করছি: একনাথ শিন্ডে

অনাসৃষ্টির জোট থেকে শিব সৈনিকদের মুক্ত করছি। শিব সৈনিকদের ভবিষ্যতের কথা ভেবেই লড়াই: একনাথ শিন্ডে।

Maharashtra News Live : এনসিপি-র সঙ্গে কাজ করা সম্ভব নয়, জানালেন একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত

"এনসিপি-র সঙ্গে কোনও মতেই কাজ করা সম্ভব নয়। অনাসৃষ্টির এই জোট নিয়ে আড়াই বছর কাটিয়েছি। এ বার বেরনোর সময় এসেছে", বললেন একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে। 


 

Maharashtra Live Update : এনসিপি-কংগ্রেসের হাত ধরাতেই বিদ্রোহ, জানালেন বিক্ষুব্ধ চিমনরাও পাটিল

গত ৩০ বছর ধরে এনসিপি-কংগ্রেসের বিরুদ্ধে লড়ছি। পরবর্তী নির্বাচনেও ওরাই হবে বিরোধী পক্ষ। তাই পুরনো শরিকের সঙ্গেই হাত মেলানোর কথা বলেছিলাম। কিন্তু সাড়া দেননি মুখ্যমনন্ত্রী। তাই একনাথ শিন্ডের নেতৃত্বে ভরসা রয়েছে: চিমনরাও পাটিল, বিদ্রোহী শিবসেনা নেতা। 


 

Maharashtra News Live : গভীর রাতে গুজরাতে শাহ-শিন্ডে সাক্ষাৎ! তুঙ্গে জল্পনা

শুক্রবার রাতে গুজরাতে ছিলেন অণিত শাহ। অসম থেকে গুজরাত উড়ে যান একনাথ শিন্ডেও। দু'জনের মধ্যে গোপন সাক্ষাত ঘিরে জল্পনা। 

Maharashtra Live Update : উদ্ধবের সমর্থনে এ বার দিল্লিতে প্রতিবাদ, রবিবার মিছিল করবে শিবসেনা

উদ্ধব ঠাকরের সমর্থনে দিল্লিতে প্রতিবাদ মিছিল করবে শিবসেনা। রবিবার বিকেলে মিছিল বার হবে  দিল্লির কস্তুরবা গাঁধী মার্গের মহারাষ্ট্র সদন থেকে। 

Maharashtra News Live : শুক্রবার রাতে আচমকা গুজরাত সফর শিন্ডের, গুয়াহাটি ফিরলেন শনিবার

উদ্ধব বিরোধিতা চালিয়ে যাচ্ছেন একনাথ শিন্ডে। তার মধ্যেই ফের গুজরত সফর। শুক্রবার রাতে গুজরাত গিয়েছিলেন। শনিবার সকালে ফের গুয়াহাটি ফেরেন। 

Maharashtra News Live : 'একডাল থেকে অন্যডালে লাফ, বাঁদরনাচ চলছে', মহারাষ্ট্র নিয়ে ওয়েইসি

বাঁদরনাচ চলছে। এক ডাল থেকে অন্য ডাল ধরে ঝুলছেন। মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর রেখেছি। মহা বিকাশ আঘাডি-কেই এগোতে হবে: আসাদউদ্দিন ওয়েইসি।


 

Maharashtra News Live : বিশ্বাসঘাতকতা ভুলব না: আদিত্য ঠাকরে

"কী ঘটেছে আপনারা সব জানেন। এই বিশ্বাসঘাতকতা ভুলব না আমরা। আমরাই জিতব', বললেন আদিত্য ঠাকরে।


 

Maharashtra News Live : জাতীয় কর্মসমিতির কমিটির বৈঠকে হঠাৎ হাজির উদ্ধব

বিদ্রোহে টলমল মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের গদি। শিবসেনার জাতীয় কর্মসমিতির কমিটির বৈঠকে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী। প্রথমে কমিটির সদস্যের সঙ্গে বৈঠক, পরে কোর গ্রুপের সঙ্গে বৈঠক উদ্ধবের। 

Maharashtra News Live : বালাসাহেবের নামে নয়, নিজের বাবার নামে ভোট চান, বৈঠকে বিদ্রোহীদের বার্তা উদ্ধবের

বিদ্রোহী বিধায়কদের শিবসেনার নামে ভোট চাওয়া যাবে না। ব্যবহার করা যাবে না বালাসাহেব ঠাকরের নাম। মহা বিকাশ আঘাডি ঐক্যবদ্ধ। ভোট চাইতে হলে নিজের বাবার নামে চান, বৈঠকে বিদ্রোদীদের বার্তা উদ্ধবের, জানালেন সঞ্জয়।


 

Maharashtra News Live : বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সন্ধের মধ্যেই ঘোষণ, বললেন সঞ্জয় রাউত

বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সন্ধের মধ্যেই জানানো হবে। মুখ্যমন্ত্রী হিসেবে অসম্ভব ভাল কাজ করেছেন উদ্ধব ঠাকরে। ওঁর নেতৃত্বেই নির্বাচনে লড়ব আমরা: সঞ্জয় রাউত। 


 

Maharashtra News Live : বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার চলবে না, জানালেন উদ্ধব

বিদ্রোহীরা যা ইচ্ছা করতে পারেন। আমি ওঁদের ব্যাপারে নাক গলাব না। নিজেদের মতো করে সিদ্ধান্ত নিন ওঁরা। কিন্তু বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করা চলবে না: উদ্ধব ঠাকরে।

Maharashtra News Live : শিন্ডে বিজেপির সঙ্গে যাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন: বিদ্রোহী বিধায়ক দীপক কেসরকার


বিদ্রোহী বিধায়ক দীপক কেসারকর বলেছেন, "মহারাষ্ট্রে আমাদের কাছে মাত্র দুটি বিকল্প আছে, হয় এনসিপি বা বিজেপিকে সমর্থন করা।", তিনি যোগ করেছেন, "একনাথ শিন্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজেপির সঙ্গে যাবেন কিনা । ' 

Maharashtra News Live : কার্যনির্বাহী কমিটির জন্য শিবসেনা ভবনে পৌঁছেছেন আদিত্য ঠাকরে

কার্যনির্বাহী কমিটির জন্য শিবসেনা ভবনে পৌঁছেছেন আদিত্য ঠাকরে





Maharashtra Live : কার্যনির্বাহী কমিটির জন্য শিবসেনা ভবনে পৌঁছেছেন আদিত্য ঠাকরে


দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে শিবসেনা ভবনে পৌঁছেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।

Maharashtra News Live : 'শিবসৈনিকদের ভাঙচুর', তানাজি সাওন্তের দফতরে

মহারাষ্ট্রে ডামাডোলের মধ্যেই পুণের বিদ্রোহী বিধায়ক তানাজি সাওন্তের দফতরে ভাঙচুর। শিবসৈনিকরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। 

Maharashtra Live Update : বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াচ্ছে উদ্ধব সরকার

বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াচ্ছে উদ্ধব সরকার। সূত্রের খবর, ১৬ জন বিদ্রোহী বিধায়ককে আজই চিঠি পাঠাতে পারেন বিধানসভার ডেপুটি স্পিকার। সোমবারের মধ্যে চাওয়া হতে পারে চিঠির উত্তর। 

Maharashtra Update Live : উদ্ধব-সরকারের ক্ষমতা হারানো নিশ্চিত সমীকরণটা ঠিক কেমন হলে

সরকারের বিপক্ষে বিজেপির ১০৬, বিক্ষুব্ধদের ৩৮ এবং অন্য দলের ২০ বিধায়ককে নিয়ে মোট ১৬৪ জন বিধায়ক রয়েছেন। আর সরকারের পক্ষে রয়েছেন শিবসেনার ১৮ জন, NCP’র ৫৩ জন ও কংগ্রেসের ৪৪ জন অর্থাৎ মোট ১১৪ জন বিধায়ক। 

Maharashtra Update : বিক্ষুব্ধ একনাথ শিণ্ডের এই মুহূর্তের দাবি কী

বিক্ষুব্ধ একনাথ শিণ্ডে শুক্রবার দাবি করেছেন, তাঁর সঙ্গে মোট ৫২ জন বিধায়ক রয়েছেন। ৪০ জন শিবসেনার। ১২ জন নির্দল। 

প্রেক্ষাপট

মুম্বই : মহারাষ্ট্রে উদ্ধব সরকারের ( uddhav thackeray) পতন কি আসন্ন? জল্পনা বাড়িয়ে গত চারদিনে সব মিলিয়ে ১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। খবর সূত্রের। এর বিরুদ্ধে বিধান পরিষদের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা।


অন্যদিকে, বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াচ্ছে উদ্ধব সরকার। সূত্রের খবর, ১৬ জন বিদ্রোহী বিধায়ককে আজই চিঠি পাঠাতে পারেন বিধানসভার ডেপুটি স্পিকার। সোমবারের মধ্যে চাওয়া হতে পারে চিঠির উত্তর।


আগেই এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানিয়েছে শিবসেনা। এই পরিস্থিতিতে আজ শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বৈঠকে বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডের ( Eknath Shinde)  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি, শিবসেনার সংবিধান বদলের সম্ভাবনা। দুপুরে রণকৌশল স্থির করতে বৈঠকে বসছে শিণ্ডে শিবিরও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.