Maharashtra Political Crisis : দেশের চরম সঙ্কটেও ক্ষমতাদখলে মরিয়া একদল, কটাক্ষ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্তের

Mumbai Crisis Update : দলীয় বৈঠকে উদ্ধব ঠাকরে বুঝিয়ে দিয়েছেন, তিনি নতিস্বীকার করবেন না।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jun 2022 11:57 PM

প্রেক্ষাপট

মুম্বই : মহারাষ্ট্রে উদ্ধব সরকারের ( uddhav thackeray) পতন কি আসন্ন? জল্পনা বাড়িয়ে গত চারদিনে সব মিলিয়ে ১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। খবর সূত্রের। এর বিরুদ্ধে বিধান পরিষদের...More

Maharashtra News Live : দেশের চরম সঙ্কটেও ক্ষমতাদখলে মরিয়া একদল, কটাক্ষ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্তের

'বেকারত্ব, মুদ্রাস্ফীতিতে ধুঁকছে দেশ। মহারাষ্ট্রের মানুষের দুর্ভাগ্য় যে, এই সময়ও ক্ষমতা দখলে মরিয়া একদল মানুষ। শিবসেনা প্রধান ছাড়া বিক্ষুব্ধদের কোনও অস্তিত্ব নেই। কেউ ওঁদের গুরুত্ব দেবে না,' বললেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত।