Maharashtra Trust Vote Live: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে, ডেপুটি ফড়ণবীস, পর পর শপথবাক্য পাঠ

Maharastra Political Crisis: সুপ্রিম কোর্টের নির্দেশে আজ মহারাষ্ট্রে আস্থাভোট। জেনে নিন প্রতি মুহূর্তের আপটেড।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jun 2022 07:45 PM

প্রেক্ষাপট

মুম্বই: বিদ্রোহের সূচনাপর্বেই অশনি সঙ্কেত দেখেছিলেন অনেকে। তা-ই সত্য প্রমাণিত হল মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis)। সেখানে বিজেপি-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা জোরাল হচ্ছে। দু'দিন আগেই উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সরকারের বিরুদ্ধ...More

Maharashtra Live News: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে, ডেপুটি ফড়ণবীস, পর পর শপথবাক্য পাঠ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিণ্ডে। ডেপুটি পদে শপথবাক্য পাঠ দেবেন্দ্র ফড়ণবীসের।