মহারাষ্ট্র: মহারাষ্ট্রে (Maharastra) ফিরতে চান গুয়াহাটিতে (Guwahati) থাকা বিদ্রোহী বিধায়করা! হোটেলে আটকে থাকা বিদ্রোহী বিধায়করা বাড়ি ফিরতে মরিয়া। সূত্রের খবর, মহারাষ্ট্রে (Maharastra) ফিরলে ৩-৪ জনের ভোলবদল হতে পারে বলে আশঙ্কা শিণ্ডের (Ektha Sindhe)। দলবিরোধী আইন থেকে বাঁচতে শিণ্ডে শিবিরের প্রয়োজন ৩৭ জন শিবসেনা বিধায়কের সমর্থন। ফলে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে উদ্ধব শিবির আরও কয়েকজন বিধায়ককে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন শিণ্ডে (Ektha Sindhe)।
এই পরিস্থিতিতে হোম সিকনেসে ভোগা বিদ্রোহী বিধায়কদের আটকে রাখতে নানারকম কৌশল নেওয়া হচ্ছে। কারও খাবার আসছে সুদূর মহারাষ্ট্র (Maharastra) থেকে। কারও পরিবারের সদস্য গুয়াহাটিতে এলে হোটেলের লবিতে দেখা করতে হচ্ছে। গোপনীয়তা বজায় রাখতে শিণ্ডে শিবিরের তরফে সেই অতিথিকে দেওয়া হচ্ছে পাসওয়ার্ড। বিধায়কদের মন ভালো রাখতে হোটেলেই ধুমধাম করে জন্মদিন পালন হচ্ছে নির্দল বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকরের। চটজলদি নয়, ৫-৭ দিনের রণনীতি তৈরি করে এগোতে চাইছেন শিণ্ডে। আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদেরও পরামর্শ নিচ্ছেন।
কতদিন আর গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন, আসতে তো হবেই। বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ করে ট্যুইট শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। এদিন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে যান শিবসেনা ও কংগ্রেস নেতারা।
মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতন কি আসন্ন? জল্পনা বাড়িয়ে গত চারদিনে সব মিলিয়ে ১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। খবর সূত্রের। অন্যদিকে, বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াচ্ছে উদ্ধব সরকার। সূত্রের খবর, বিধানসভার ডেপুটি স্পিকারকে ১৬ জন বিদ্রোহী বিধায়ককে চিঠি পাঠাতে পারেন বলে খবর ছিল আগেই। জানা গিয়েছে সোমবারের মধ্যে চাওয়া হতে পারে চিঠির উত্তর। আগেই এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানিয়েছে শিবসেনা। এই পরিস্থিতিতে আজ শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বৈঠকে বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি, শিবসেনার সংবিধান বদলের সম্ভাবনা। দুপুরে রণকৌশল স্থির করতে বৈঠকে বসছে শিণ্ডে শিবিরও।