কলকাতা: আজ দিল্লি সফরে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাতিল হল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। নীতি আয়োগের বৈঠকে তাঁর যোগ দেওয়াও অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক বসছে। সেখানে বাংলার বকেয়া টাকার প্রসঙ্গ আরও একবার তোলার কথা ছিল মমতার। বাজেট-বঞ্চনার অভিযোগে কংগ্রেস সহ I.N.D.I.A জোট আগেই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিল। বৈঠক বয়কট করে DMK-ও। সেই আবহেই নীতি আয়োগের বৈঠকে মমতার যোগদান অনিশ্চিত হয়ে পড়ল। (Mamata Banerjee)


বৃহস্পতিবার বিকেলে দিল্লি রওনা দেওয়ার কথা ছিল মমতার। শনিবার নীতি আয়োগের বৈঠকের পর আবার রাতে ফিরে আসার কথা ছিল। কিন্তু তৃণমূল সূত্রে খবর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মমতা। শুক্রবারও তাঁর দিল্লি রওনা দেওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। ফলে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে মমতা যোগ দেবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়ল। (NITI Aayog Meeting)


কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে I.N.D.I.A জোটের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি, তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, কেরলের পিনারাই বিজয়ন, পঞ্জাবের ভগবন্ত মান এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনও বৈঠক বয়কট করছেন। বাজেটের দিন বৈঠক করে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 


আরও পড়ুন: Sukanta Majumdar: উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করতে মোদিকে প্রস্তাব সুকান্তর, বাংলাভাগের ষড়যন্ত্র, বলছে তৃণমূল


গক ২৩ জুলাই মমতা যদিও জানান, তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। মমতার এই ঘোষণায় I.N.D.I.A জোটের অন্দরে মতানৈক্য তৈরি হয়। তৃণমূল জানায়, দিল্লিতে বৈঠক বয়কটের সিদ্ধান্ত হলেও, তাদের কিছু জানানো হয়নি। বাজেটের আগেই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। সময় মতো কংগ্রেসের তরফে খবর না দেওয়াতেই এখন পিছিয়ে আসা যাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত কি জোটের সিদ্ধান্ত মেনেই বৈঠক থেকে পিছিয়ে এলেন মমতা? উঠছে প্রশ্ন।


নীতি আয়োগের বৈঠক ছাড়াও দিল্লিতে এবার একগুচ্ছ কর্মসূচি ছিল মমতার। রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিটের পাশাপাশি, সংসদভবনে শরিকদলের নেতাদেক সঙ্গে কথা বলবেন বলে ঠিক ছিল। তৃণমূলের সংসদীয় দলের বৈঠকও হওয়ার কথা ছিল দিল্লিতেই। কিন্তু শেষ মুহূর্তেই সফর বাতিল করলেন মমতা, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেন বাতিল হল সফর, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।