পানাজি: গোয়ার পানাজিতে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, গোয়ায় জোট করেছি, তাই ভয় পেয়েছে বিজেপি। গোয়ার মানুষই গোয়া শাসন করবে। আমার প্রথম পরিচয় মানুষ, বিজেপির কাছে সার্টিফিকেট চাই না।’
করোনার সময় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় গঙ্গায় অসংখ্য মৃতদেহ ভেসে বেড়ানোর ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ।এখন প্রধানমন্ত্রীর বারাণসী সফর উপলক্ষ্যে সেজে উঠেছে গঙ্গার পাড়।এই প্রসঙ্গ তুলে গোয়ার নির্বাচনী সভা থেকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট এলেই গঙ্গাস্নান করেন, উত্তরাখণ্ডের মন্দিরে ছুটে যান।’অথচ করোনার সময় শেষকৃত্যও করতে দেয় না, গঙ্গায় ভাসিয়ে অপবিত্র করে’।
উত্তরপ্রদেশে ভোটের আগে, বারাণসীতে নরেন্দ্র মোদির গঙ্গাস্নান নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মঙ্গলবার গোয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী গঙ্গায় ডুব দেন। বাকি সময় মনে পড়ে না। এদিন গোয়ায় দাঁড়িয়ে চণ্ডীপাঠও করেন তৃণমূলনেত্রী।
মমতা বলেছেন, ‘দুর্গাপুজোয় ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। বিজেপি এসব করে দেখাতে পেরেছে?’ভোটের সময় এলেই ধর্মের ভেদাভেদ, গঙ্গাস্নান করে।’
মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘কী কাজ করেছে? পেট্রোল-ডিজেলের কত দাম বাড়িয়েছে?’
লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে হত্যার ঘটনা নিয়েও সুর চড়িয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘চক্রান্ত করেই খুন, লখিমপুরকাণ্ডে রিপোর্ট দিয়েছে সিট। তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত নয়? এনিয়ে তো প্রধানমন্ত্রীর কথা বলা উচিত।’
তৃণমূল নেত্রী বলেছেন, ‘যারা বিজেপিকে হারাতে চান, তাদের বলব ভোট ভাগাভাগি করবেন না।
তৃণমূল নেত্রী বলেছেন, ‘এনডিএ-র যারা বিজেপিকে ক্ষমতায় এনেছিল, তারা বুঝেছে বিজেপি কী ভয়ঙ্কর পার্টি। বাংলায় ৪০ শতাংশ নতুন কর্মসংস্থান তৈরি করেছি, ভারতে ৪০ শতাংশে বেকারত্ব বাড়িয়েছে।’
তিনি বলেছেন, ‘বিজেপি শুধু ভুয়ো ভিডিও তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের ঘটনা বাংলার বলে চালায় বিজেপি।বাংলায় বিনামূল্যে রেশন দেওয়া হয়, ঘরে ঘরেই রেশন মেলে।ভোট কাটাকাটি করবেন না, আমরাই জিতব।মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।বিজেপির থেকে গোয়াকে বাঁচাতে হবে।
পানাজির সভা থেকে ফের মমতার নিশানায় কংগ্রেস। মমতা বলেছেন, ‘আমি কেন কংগ্রেস ছেড়েছিলাম? এতদিন লড়নি কেন?