নয়াদিল্লি: ভারতে মিলল মাঙ্কিপক্স (Monkeypox) সংক্রমণের হদিশ। আক্রান্ত ব্যক্তি দিল্লির (Delhi) বাসিন্দা। সূত্রের খবর, ওই ব্যক্তির বিদেশভ্রমণের কোনও ইতিহাস নেই। দিল্লিতে এই প্রথম কোনও মাঙ্কিপক্স সংক্রমণের হদিশ পাওয়া গেল। যদিও ভারতে এটি চতুর্থ মাঙ্কিপক্স সংক্রমণের হদিশ।


 



কোথায় গিয়েছিলেন ওই ব্যক্তি:
পিটিআই সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তি আদতে পশ্চিম দিল্লির বাসিন্দা। তিনি সম্প্রতি হিমাচল প্রদেশের মানালিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনদিন আগে একাধিক উপসর্গ নিয়ে তাঁকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। উপসর্গ দেখে শনিবার তাঁর নমুনা নিয়ে পাঠানো হয়েছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology)। রবিবার পজিটিভ রিপোর্ট আসে। এরপরেই কন্ট্যাক্ট ট্রেসিং (Contact Tracing) শুরু হয়েছে বলে সূত্রের খবর। 


WHO-এর উদ্বেগ:
এর আগে কেরলে মাঙ্কিপক্সের খোঁজ পাওয়া গিয়েছিল। শনিবারই মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী উদ্বেগের (Global Public Health Emergency) কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।   

সংক্রমণের গ্রাফ:
চলতি বছরে এখনও পর্যন্ত বিশ্বের ৭৫ দেশে ১৬ হাজারেরও বেশি মাঙ্কি পক্স আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। আফ্রিকায় ৫ টি মৃত্যুরও খবর মিলেছে। আক্রান্তের কাছাকাছি এলেই মূলত এই ভাইরাল সংক্রমণ ঘটে । সাধারণ ফ্লুয়ের উপসর্গ, সঙ্গে ত্বকে জলভরা গোটা-- সংক্রমিতের দেহে এই উপসর্গগুলিই দেখা দেয়। আপাতত এই মাঙ্কিপক্স নিয়েই সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করল হু। তবে ভাইরাসটির মধ্যে কোন রদবদল দেখা দিলে নতুন ভাবে ভাবনাচিন্তা করতে হবে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি। 


আরও পড়ুন: সামান্য কমলেও কুড়ি হাজারের উপরেই দৈনিক কোভিড সংক্রমণ