নয়াদিল্লি : ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম (Mulayam Singh Yadav Death News ), তিন-তিন বার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা মুলায়ম সিংহ যাদব আর নেই।  কেন্দ্রের পূর্বতন ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি। মুলায়ম সিংহ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ।

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে মইনপুরি কেন্দ্রের লোকসভা সাংসদ তিনি। সবমিলিয়ে সাতবারের সাংসদ মুলায়ম। রক্তচাপজনিত সমস্যা দেখা দেয় সম্প্রতি। শ্বাসকষ্টেও ভুগছিলেন। তার পরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

১৯৩৯ সালের ২২ নভেম্বর, উত্তরপ্রদেশের এটাওয়ায় জন্ম মুলায়ম সিংহ যাদবের। ৭ বারের সাংসদ ও ১০ বারের বিধায়ক।১৯৬৭ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন মুলায়ম। তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৯-এ প্রথমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মুলায়ম। সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। এ বছরের জুলাই মাসে মৃত্যু হয় মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তর। 


মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব  দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। একসপ্তাহ ধরে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। 


মুলায়ম সিংহ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। তিনি ট্যুইটে লেখেন,  ‘অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন মুলায়ম সিংহ যাদব। মানুষের সমস্যা নিয়ে সংবেদনশীল নেতা ছিলেন মুলায়ম। তিনি ছিলেন মাটি থেকে উঠে আসা নেতা। উত্তরপ্রদেশ ও জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে বহুবার কথা আলোচনা হয়েছে’। বসময় তাঁর মতামত শোনার জন্য মুখিয়ে থাকতাম। তাঁর প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত’।