নয়াদিল্লি :  প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়ম। ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সমাজবাদী পার্টির ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে এই খবর জানান মুলায়ম পুত্র অখিলেশ যাদব। তিনি লেখেন ,'  আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই - শ্রী অখিলেশ যাদব '  । আগেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,  জীবনদায়ী ঔষধ দেওয়া হচ্ছে তাঁকে, তবে অবস্থার উন্নতি নেই। (Mulayam Singh Critical)।


সমাজবাদী পার্টির কুলপতি মুলায়ম


৮২ বছর বয়সি মুলায়মকে সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার পরিস্থিতির অবনতি হলে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। সেখানে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না মুলায়মের। তার জন্য অগাস্ট মাস থেকেই চিকিৎসা চলছিল তাঁর।


উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম, তিন-তিন বার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে দায়িত্ব সামলেছেন। কেন্দ্রের পূর্বতন ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে মইনপুরি কেন্দ্রের লোকসভা সাংসদ ছিলেন তিনি। সবমিলিয়ে সাত বারের সাংসদ মুলায়ম। রক্তচাপজনিত সমস্যা দেখা দেয় সম্প্রতি। শ্বাসকষ্টেও ভুগছিলেন। তার পরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।


এর আগে, চলতি বছরই জুলাই মাসে মারা যান মুলায়মের স্ত্রী সাধনা গুপ্ত। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর। তার পরই মুলায়মের স্বাস্থ্যের অবনতি হয়।