তিরুঅনন্তপুরম : প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। শুক্রবার থেকে অতিভারী বর্ষণে সিক্ত দক্ষিণ ভারতের এই রাজ্য। ইতিমধ্যে জলস্তর বিপজ্জনক সীমা অতিক্রম করেছে বেশ কিছু জায়গায়। সূত্রের খবর, ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৫ জন। জানা যাচ্ছে, প্রবল বর্ষণের মাঝে ধস নেমেে কোটিকালে।
জলের তোড়ে বেশ কিছু জায়গায় গাড়ি ভেসে যাওয়ার ছবিও সামনে এসেছে। এর মাঝেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। আর তার জেরেই পরিস্থিতির আরও অবনতি হতে পারে এই শঙ্কা থেকে প্যাঙ্গোডে সেনা শিবির থেকে ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য রওনা দিয়েছে সেনাবাহিনীর একটি দল।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানিয়েছেন, অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলির কিছু জায়গায় ধস নেমেছে। গোটা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের দিকটা নিশ্চিত করা হচ্ছে। এলাকার সমস্ত বাসিন্দারা যাতে নিরাপদে থাকেন সে জন্য স্থানীয় প্রশাসনের সব মহলকে বাড়তি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কেরল সরকারের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বাসিন্দাদের স্থানীয় রিলিভ সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে কেরল প্রশাসন।
কোভিডকালের মধ্যে বৃষ্টির জেরে তৈরি হওয়ার শঙ্কার মধ্যে অবশ্য পালনীয় করোনার যাবতীয় নিয়ম মেনেই দুর্গতদের বিভিন্ন রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পিনারাই বিজয়ন।
অন্যদিকে বর্ষা বিদায় নিলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি অব্যাহত। সকালে রোদ থাকলেও, শনিবার বেলা গড়ালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টি শুরু হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মত্স্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। যারা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের আজকের মধ্যে ফেরার নির্দেশ। রবি ও সোমবার মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।