নয়াদিল্লি: চলা-বলা,খাওয়া-দাওয়া, সবকিছু নিয়েই কটাক্ষ শুনতে হয়। দেশের মানুষ হয়েও, এতগুলো বছর ধরে গায়ে সেঁটে রয়েছে অতিথির তকমা। মনের মধ্যে জমে থাকা কষ্ট তাই কখনও-সখনও বেরিয়ে আসত মুখ দিয়ে। কিন্তু জবাব দিতে যে শিখে গিয়েছেন, এ বার তা বোঝালেন নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) তাঁর সেই জবাব, যা মন জিতে নিয়েছে সকলের।


চেহারা নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন নাগাল্যান্ডের মন্ত্রী


নাগাল্যান্ডের উচ্চশিক্ষা এবং উপজাতি মন্ত্রী ইমনা। সম্প্রতি তাঁর একটি ভাষণের ভিডিও সামনে এসেছে। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘লোকে বলেন পূর্বদিকের মানুষের চোখ ছোট। আমাদের চোখ ছোট, তবে দৃষ্টিশক্তি বেশ প্রখর। চোখ ছোট হওয়ার আরও সুবিধাও আছে, চোখে নোংরা ঢোকে না। আবার ঘম্টার পর ঘণ্টা একঘেয়ে অনুষ্ঠান চললে দিব্যি ঘুমিয়ে নিতেও পারি।’’ 



আরও পড়ুন: Adani Group News: ফের শুরু হতে পারে ট্যারিফ যুদ্ধ ! 5G স্পেকট্রামের নিলামে থাকবে আদানি গ্রুপ


সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ইমনার ভাষণের ওই অংশটুকু ভাইরাল হয়ে গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সেটি ট্যুইটারে শেয়ার করেছেন। তাঁর মতে, ‘‘’বন্ধুবর ইমনা একেবারে মেজাজে রয়েছেন।’


ইমনার ভাষণ মন্তব্য মন জিতে নিয়েছে সকলের


হিমন্ত ছাড়াও বহু মানুষই ইমনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। নিম্নরুচির কটাক্ষের জবাব যেভাবে হাসিমুখে দিয়েছেন তিনি, তার জন্য তাঁর ভূয়সী প্রশংস করেছেন সকলেই। তাঁর উপস্থিত বুদ্ধি, রসবোধেরও প্রশংসা করেছেন অনেকেই। ইমনা নিজেও ওই ভিডিও শেয়ার করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।