5G Spectrum: এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়ার পাশাপাশি এবার 5G যুদ্ধে নামতে চলছে আদানি গ্রুপ (Adani Group)।বর্তমানে টেলিকম ক্ষেত্রে পা রাখার প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। চলতি মাসের শেষেই দেশে 5G Spectrum-এর দরযুদ্ধ শুরু হবে। ইতিমধ্যেই সেই নিলামে অংশ নেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে আবেদন জমা দিয়েছে আদানি গোষ্ঠী (Adani Group)।
Adani Group News: কোথা থেকে খবর ফাঁস
শোনা যাচ্ছে, 5G স্পেকট্রামের নিলামে অংশ নিতে কোম্পানিগুলিকে ৮ জুলাইয়ের মধ্যে আবেদন জমার কথা বলেছিল টেলিযোগাযোগ মন্ত্রক। চলতি মাসের শেষেই হবে 5G Spectrum-এর নিলাম। সূত্রের খবর , ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন জমা দিয়েছে আদানি গোষ্ঠী।
5G Spectrum: আবেদনের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম
টেলিযোগাযোগ মন্ত্রকের নিয়ম অনুসারে, 5G স্পেকট্রামে অংশ নিতে কোনও নতুন সংস্থাকে একটি ইউনিফায়েড লাইসেন্স নিতে হবে। যার মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে মোবাইল বা ডেটা পরিষেবা সরবরাহ করতে পারবে কোম্পানি। ইউনিফায়েড লাইসেন্স কেবল একটি ভারতীয় কোম্পানিকে দেওয়া হবে। যদি কোনও বিদেশি কোম্পানি একটি ইউনিফাইড লাইসেন্সের জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে দেশে একটি নতুন কোম্পানি গঠন করতে হবে আবেদনকারী বিদেসি কোম্পানিকে। পাশাপাশি একটি ভারতীয় কোম্পানির দখল নিতে হবে সেই কোম্পানিকে।
5G Mobile Network: কয়েক মাসের অপেক্ষা
আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। অগাস্টেই দেশে শুরু হতে পারে 5G পরিষেবা। ফলে আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবার সাক্ষী থাকবে দেশ। চলতি বছরের শেষেই দেশের ২৫টি শহরে পৌঁছে যাবে 5G Mobile Network। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বছরের শেষ নাগাদ ২০-২৫টি শহরে ৫জি পরিষেবা পৌঁছে যাবে। এখানেই শেষ নয়, মন্ত্রীর ইঙ্গিত দিয়েছেন, নতুন পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে ডেটার দাম কম হবে। অগাস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। শোনা যাচ্ছে, দেশে অবাঞ্ছিত কলের সমস্যা দূর করতে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে সরকার। সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে গ্রাহকের KYC বিবরণ। এর মাধ্যমেই অবাঞ্ছিত কলারদের ধরে ফেলতে চাইছে সরকার।
আরও পড়ুন : TVS Ronin: জেপলিনের পরিবর্তে রনিন নিয়ে এল টিভিএস, কেমন দেখতে বাইক ?