নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হয়েছে। সময় যত এগোচ্ছে, ততই বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে তাঁর জীবন, নীতি এবং আদর্শ (Gandhi Jayanti 2022)। রবিবার ২ অক্টোবর, ১৫৩তম জন্মদিনে তাই মহাত্মা গাঁধীকে (Mahatma Gandhi) স্মরণ করছেন দেশবাসী। এ দিন রাজঘাটে তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহাত্মার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi) এবং দলের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খড়্গে।


গাঁধী জয়ন্তীতে মহাত্মাকে স্মরণ



এ দিন মহাত্মার জন্মবার্ষিকীতে ট্যুইটারে তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশদ বিবৃতি প্রকাশ করে তিনি লেখেন, ‘মহাত্মা গাঁধীরক ১৫৩তম জন্মবার্ষিকীতে দেশবাসীর হয়ে জাতির জনককে শ্রদ্ধা জানাই’।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, ‘গাঁধী জয়ন্তীতে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধার্ঘ। এই বছর গাঁধী জয়ন্তী আরও গুরুত্বপূর্ণ, কারণ এ বছর স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে ভারত। আমরা যেন বাপুর আদর্শ মেনে চলতে পারি। গাঁধীজির প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে সকলকে খাদিবস্ত্র এবং হস্তশিল্প সামগ্রী কিনতে অনুরোধ’।


আরও পড়ুন: Kanpur Accidents: রাতের অন্ধকারে জোড়া দুর্ঘটনা উত্তরপ্রদেশে, নিহত কমপক্ষে ৩১, ক্ষতিপূরণ ঘোষণা মোদির



রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতারেসও মহাত্মাকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘বিশ্ব অহিংসা দিবসে মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী এই দিনটিতে শান্তি, সম্মান এবং মর্যাদার উদযাপন করি আমরা। বর্তমানে যে সঙ্কটের সম্মুখীন আমরা, মহাত্মার আদর্শ এবং মূল্যবোধকে আশ্রয় করে উন্নততর ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যেতে পারি আমরা’।



১৫৩তম জন্মবার্ষিকী মহাত্মা গাঁধীর


এই মুহূর্তে ‘ভারত জোড়ো’ অভিযান নিয়ে ব্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। কর্নাটকে রয়েছেন তিনি। কর্মী-সমার্থকদের নিয়ে সেখানেই গাঁধী স্মরণের আয়োজন করেন তিনি। ট্যুইটারে সেই ভিডিও-ও শেয়ার করেছেন।