Investment Plan: সুরক্ষিত আর্থিক ভবিষ্যতের পাশাপাশি এই স্কিম দেবে বেশি রিটার্ন। সেই ক্ষেত্রে অবসরের কথা মাথায় রেখে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন আপনিও।


Retirement Planning: প্রতি মাসে পাবেন বড় তহবিল
এই  সরকারি স্কিমে বিনিয়োগ করে অবসর গ্রহণের পরেও আপনি আরও ভাল উপায়ে আয় করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতি মাসে পাবেন মোটা টাকা। আপনি প্রতি মাসে সঞ্চয় করে একটি ভাল তহবিল তৈরি করতে পারেন।


Investment Plan: জেনে নিন কী পরিকল্পনা
আপনি চাকরি করলে অবশ্যই বেতনের একটি অংশ বিনিয়োগের জন্য আলাদা রাখেন। যত তাড়াতাড়ি আপনি অবসর গ্রহণের জন্য সঞ্চয় করা শুরু করবেন,আপনার ক্ষেত্রে তা ততই ভাল হবে।  সেই ক্ষেত্রে ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করতে পারবেন আপনি। এই বিকল্পটি আপনার জন্য সবচেয়ে ফলপ্রসু হতে পারে। এটি মানুষের মধ্যে অবসর পরিকল্পনার জন্য পছন্দের বিকল্প। আপনি যদি এটিতে বিনিয়োগ করেন তবে আপনি অবসর গ্রহণের পরে প্রতি মাসে ৭৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।


NPS কী, কীভাবে বিনিয়োগ করতে হয়
এনপিএস হল এক ধরনের সরকারি স্কিম। এনপিএস-এ ৪টি শ্রেণি রয়েছে - ইক্যুইটি, কর্পোরেট ঋণ, সরকারি বন্ড ও বিকল্প বিনিয়োগ তহবিল। এনপিএসে বিনিয়োগকারীদের দুটি বিকল্প রয়েছে। সক্রিয় ও স্বয়ংক্রিয় পছন্দ একটি বিকল্প আছে এই স্কিমে। এটি ইক্যুইটির তুলনায় কম ঝুঁকিপূর্ণ ও পিপিএফ বা ফিক্সড ডিপোজিট (FD) থেকে বেশি রিটার্ন দেয়। প্রতি মাসে আপনাকে কতটা বিনিয়োগ করতে হবে তা জানুন।


প্রতি মাসে ৭৫ হাজার টাকা পেতে কত বিনিয়োগ করতে হবে ?
যদি আপনার বয়স এখন ২৫ বছর হয়। আপনি যদি অবসর গ্রহণের পরে ৭৫ হাজার টাকা পেনশনের সুবিধা পেতে চান , তবে আপনাকে প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ আগামী ৩৫ বছরের জন্য করতে হবে। সেই ক্ষেত্রে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন পেতে বিনিয়োগকারীকে মোট ৩,৮২,৮২,৭৬৮ টাকা এনপিএস-এ দিতে হবে। সেই ক্ষেত্রে মোট NPS তহবিলের ৪০ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করলে অবসর গ্রহণের পরে প্রতি মাসে আপনি ৭৬,৫৬৬ টাকা পেনশন পেতে পারেন। 


NPS Scheme: কে এখানে বিনিয়োগের যোগ্য ?
এই স্কিমে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে ভারতের যেকোনও নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারেন। একানেই শেষ নয়, একজন অনাবাসী ভারতীয়ও একটি NPS অ্যাকাউন্ট খুলতে পারেন। 


কত কর ছাড় পাওয়া যাবে
NPS অ্যাকাউন্ট হোল্ডারকে একটি আর্থিক বছরে NPS অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর ধারা 80C এর অধীনে আয়কর ছাড় দেওয়া হয়। এই ছাড়াও বিনিয়োগকারী NPS বিনিয়োগের উপর ধারা 80CCD(1B) এর অধীনে অতিরিক্ত 50,000 টাকা আয়কর ছাড় দাবি করতে পারেন।


আরও পড়ুন : 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন না বাড়ি ভাড়া ভাতা ! যদি করেন এই কাজ