কাসারাগড়: বিরিয়ানি খেয়ে বিষক্রিয়া (Biryani)! কেরলে (Kerala) হোটেলের খাবার খেয়ে পর পর মৃত্যু দুই নাগরিকের। তাতেই মাথাচাড়া দিচ্ছে সন্দেহ। এ বার ২০ বছরের এক তরুণীর মৃত্যু হল সেখানে। স্থানীয় হোটেল থেকে ‘কুড়িমান্দি’ (মলয়ালিতে বিরিয়ানি)অর্ডার করে খেয়েছিলেন ওই তরুণী। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ মৃত্যু হয় বলে দাবি পরিবারের (Poisoning)।


কেরলে বিরিয়ানি খেয়ে ২০ বছরের এক তরুণীর মৃত্যু হল, দাবি পরিবারের


মৃতাকে অঞ্জু শ্রীপার্বতী বলে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কাসারাগড়ের পেরুমবালা এলাকার বাসিন্দা তিনি। গত ৩১ ডিসেম্বর অনলাইন অ্যাপ মারফত স্থানীয় একটি হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলেন তিনি। তার পরই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শেষ মেশ শনিবার সকালে মারা গিয়েছেন ওই তরুণী। অনলাইন অর্ডার করা বিরিয়ানি খেয়ে বিষক্রিয়ার ফলেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কাসারাগড়ের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তার রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


আরও পড়ুন: IAF Agniveer Vayu: প্রকাশিত হল ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর পদের পরীক্ষার তারিখ,এই সাইটে পাবেন বিশদ বিবরণ


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে। তার পর কর্নাটকের ম্যাঙ্গালুরুতে অন্য় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। সংবাদমাধ্যমে তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা কমিশনারকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চাওয়া হয়েছে বিশদ রিপোর্ট। স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে। কী চিকিৎসা হয়েছিল মেয়েটির, দেখা হচ্ছে তাও।”


ফরেন্সিক রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য সরকার


বীণা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তা কমিশনের রিপোর্টে থেকে কোনও রকম গলদের খোঁজ যদি মেলে, তাহলে ওই হোটেলের লাইসেন্স বাতিল করা হবে। কড়া পদক্ষেপ করা হবে তাদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ এর আগে, চলতি সপ্তাহে কোট্টায়ম মেডিক্যাল কলেজে এক নার্সের মৃত্যুর ঘটনা সামেন আসে। তিনিও কোঝিকোড়ের কোনও রেস্তরাঁর খাবার খেয়েছিলেন বলে জানা যায়।