নয়াদিল্লি: পাল্টে গেল রাজধানীর ইতিহাস (Delhi History)। রাজপথের (Rajpath) নাম পাল্টে হল ‘কর্তব্য পথ’ (Kartavya Path)। বুধবার সকালে এ নিয়ে বৈঠক করে নয়া দিল্লি পৌরসভা পরিষদে (NDMC)। সেখানেই নয়া নামে সিলমোহর পড়ল। দিল্লিতে বিজেপি-র সাধারণ সম্পাদক কুলজিৎ সিংহ চাহাল ট্যুইটারে তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতে, ঔপনিবেশিক অতীতের ছত্রছায়া থেকে দিল্লিকে বার করে আনলেন মোদি (Narendra Modi)।


দিল্লির রাজপথের নাম পরিবর্তনে সিলমোহর পড়ল


এ দিন ট্যুইটারে চাহাল লেখেন, 'অভিনন্দন ভারত। আজ একটি ঐতিহাসিক দিন। রাজপথ থেকে কর্তব্য পথ। ঔপনিবেশিক অতীত থেকে স্বাধীনতার জন্য লড়াইয়ের জন্য শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ। রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লনের নাম ল কর্তব্য পথ। দিল্লি পৌরসভা পরিষদের বৈঠকে সিলমোহর পড়ল'।



আরও পড়ুন: Kartavya Path: রাজধানীর বুক থেকে মুছল ঐতিহাসিক রাজপথ, 'কর্তব্য পথ' হল নয়া নাম, পড়ল সিলমোহর


বিজেপি নেতার এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি বলেন, "স্বাধীনতার পরও ঔপনিবেশিক মানসিকতা বয়ে যাচ্ছিলাম আমরা। রাজপথের অর্থ রাজত্ব করতে আসা। স্বাধীনতার অমৃত মহোৎসবে সাম্রাজ্যবাদী নীতি এবং প্রতীক ঝেড়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই মতোই রাজপথের নাম পাল্টে কর্তব্য পথ করা হল।"



নাম পরিবর্তন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে কেন্দ্র


ব্রিটিশ আমলে দিল্লির রাজপথের নামকরণ হয় ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের নামে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় সম্প্রতি দিল্লিকে নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই তার আওতায় 'সেন্ট্রাল ভিস্তা অ্যভিনিউ'-এর নতুন রূপ সামনে আনা হয়। তার পরই রাজপথের নাম পরিবর্তনের কথা শোনা যায়। ঔপনিবেশিক শাসনের প্রতীক রাজপথের নাম পাল্টানোর পক্ষে সওয়াল করেন কেন্দ্রের বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা। যদিও তার তীব্র বিরোধিতা করে বিরোধীরা। তার মধ্যেই বুধবার নাম পরিবর্তনে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল।