নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই ওটিটি (ওভার দ্য টপ) ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ও সম্প্রচারিত হওয়া বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণের দাবি উঠছিল। অবশেষে সেই দিশায় উদ্যোগী হল কেন্দ্র। ওটিটি ও সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য  নির্দিষ্ট কিছু নতুন নির্দেশিকা জারি করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।


এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী নির্দেশিকা জারি করা হয়েছে--


নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য অভিযোগ নিরসন প্রক্রিয়া অবশ্য থাকতে হবে। আগামী ২৪-ঘণ্টার মধ্যে অভিযোগ আধিকারিককে নিয়োগ করতে হবে। ১৫ দিনের মধ্যে যাবতীয় অভিযোগের নিরসন করতে হবে। 


কোনও মহিলার দায়ের করা অভিযোগের ক্ষেত্রে ২৪-ঘণ্টার মধ্যে ওই বিতর্কিত পোস্ট সরিয়ে ফেলার সংস্থান থাকতে হবে।


প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য একজন করে মুখ্য অভিযোগ আধিকারিক রাখতে হবে। ওই আধিকারিককে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। 


প্রত্যেক প্ল্যাটফর্মের একজন করে নোডাল বা প্রধান যোগাযোগের ব্যক্তি থাকতে হবে। আইন রক্ষকদের সঙ্গে ওই ব্যক্তির সর্বদা সমন্বয় থাকতে হবে।


প্রত্যেক প্ল্যাটফর্মকে প্রতি মাসে একটি করে সম্মতি রিপোর্ট দাখিল করতে হবে। সেখানে বলতে হবে, কতগুলি অভিযোগ দায়ের হয়েছে এবং তার প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় কোনও ক্ষতিকর বিষয় প্রকাশ পেলে, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তার উৎস খুঁজে বের করতে হবে। তা ট্যুইট হোক বা মেসেজ। সরকার বা আদালতের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানাতে হবে। 


ফেক নিউজের ক্ষেত্রে, সেই ব্যক্তি যিনি প্রথম পোস্ট করেছেন, তাঁর পরিচয় প্রকাশ করতে হবে। 


সব বিষয় বা কন্টেন্টকে বয়স-ভিত্তিক পাঁচটি শ্রেণিতে বিভক্ত করতে হবে। সেগুলি হল -- 'ইউনিভার্সাল (ইউ)', 'ইউ/এ ৭+', 'ইউ/এ ১৩+', 'ইউ/এ ১৬+', ও 'প্রাপ্তবয়স্ক'। শেষ তিন শ্রেণির জন্য পেরেন্টাল লক রাখতে হবে। 



 


প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাওয়া একাধিক ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক হয়। যেমন -- 'তাণ্ডব', 'মির্জাপুর ২', 'একে ভার্সাস একে', 'আ স্যুইটেবল বয়'। 


'তাণ্ডব' ও 'আ স্যুইটেবল বয়'-এর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, 'একে ভার্সাস একে'-তে অনিল কপূরের ইউনিফর্ম পরার ধরন ও খারাপ ভাষাপ্রয়োগে অসন্তুষ্ট হয় ভারতীয় বায়ুসেনা।



অন্যদিকে, 'মির্জাপুর ২'-এর বিরুদ্ধে ধর্মীয় সামাজিক ও আঞ্চলিক ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে।