নয়াদিল্লি:  এবার থেকে আমেরিকার মাটিতে দীপাবলির সরকারি উদযাপন। নিউ ইর্য়কের সরকারি স্কুলে (Public School) দীপাবলিতে ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হল। তবে সেই ছুটি দেওয়া হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে।


নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস (Eric Adams) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। নিউইয়র্কের অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার এবং নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কসকে সঙ্গে নিয়ে এই ঘোষণা করেন।






কী বলেছেন মেয়র:
নিউইয়র্কের সরকারি স্কুলে দীপাবলির ছুটি ঘোষণা করে তিনি শহরের সেই বিশাল জনগণকে বার্তা দিতে চেয়েছেন যাঁরা এই সময়টা উদযাপন করেন। পাশাপাশি তিনি বলেছেন, 'এটা একটা শিক্ষণীয় সময়। কারণ যখন আমরা দীপাবলিকে মান্যতা দিই। তখন আমরা শিশুদের দীপাবলির বিষয়ে জানতে উৎসাহ দিই। আমরা তাদের শেখাবে যে আলোর উৎসব কীভাবে পালন করা হয়। নিজেদের মধ্যে কীভাবে আলো জ্বালতে হয়।' তাঁর অফিস থেকে একটি টুইটও করা হয়েছে।



নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রনধীর জয়সোয়াল এই সিদ্ধান্তের জন্য নিউইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ভারতীয়-আমেরিকানদের তরফ থেকে এটা দীর্ঘদিনের দাবি ছিল। এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্কের বহুত্ববাদ অন্য একটি মাত্রা পেল।


 






কী বলেছেন জেনিফার রাজকুমার:
নিউইয়র্কের অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার বলেছেন, নিউইয়র্কে ২ লক্ষেরও বেশি হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী থাকেন যাঁরা দীপাবলি পালন করেন। তাঁদের মান্যতা দেওয়ার সময় এসে গিয়েছে।' এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 



চলতি সপ্তাহে, রাজকুমার একটি আইন প্রবর্তন করেন যা স্কুল ক্যালেন্ডারে দীপাবলির ছুটির জন্য জায়গা করে দেয়। এর আগে ওই দিনে 'অ্যানিভার্সারি ডে' পালিত হতো। যা বর্তমান সময় অচল। তাই সেটিকে বাতিল করে তার জায়গায় দীপাবলিকে ছুটির দিন হিসেবে আনা হয়েছে বলে জানিয়েছে রাজকুমার।


আরও পড়ুন:  দীপাবলির আগে কেদারনাথে পুজো মোদির, বদ্রিনাথে রাত্রিবাস