নয়াদিল্লি: নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমার (Rajiv Kumar )। আগামী ৩০ এপ্রিল তাঁর কার্যকালের শেষ দিন হতে চলেছে। তার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ২০১৪ সালে নীতি আয়োগ গঠিত হওয়ার পর এই নিয়ে পর পর দুই ভাইস চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিলেন।
পদত্য়াগপত্র জমা দিলেন রাজীব কুমার
২০১৭ সালে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান রাজীব। তার আগে ওই পদে ছিলেন অরবিন্দ পানাগড়িয়া। পদত্যাগ করে শিক্ষাক্ষেত্রে ফিরে যান তিনি। তার পর ওই পদে নিযুক্ত হন রাজীব। তাঁর জায়গায় এ বার আসতে চলেছেন সুমন কে বেরি (Suman K Bery)। ১ মে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছে কেন্দ্র।
পেশায় অর্থনীতিবিদ রাজীবের হাত ধরে সংগঠনের নীতি-নিয়ম পূর্ণতা পায়। কৃষি, বিলগ্নি, ইলেক্ট্রিক যান-সহ একাধিক বিষয়কে গুরুত্ব দেন তিনি। অক্সফোর্ড ইউনিভআর্সিটি থেকে অর্থনীতিতে ডিফিল রাজীব। লখনউ ইউনিভার্সিটি থেকে পিএইচডি-ও করেছেন। সেন্টার পলিসি রিসার্চ (CPR) সংস্থাও নিযুক্ত ছিলেন দীর্ঘ দিন।
আরও পড়ুন: Nitish Kumar Update: পাঁচ বছর পর ফের পাশাপাশি, তেজস্বীর ইফতার পার্টিতে নীতীশ, সমীকরণ বদলের ইঙ্গিত!
পদে আসছেন সুমন বেরি
অন্য দিকে, বেরিও পেশায় অর্থনীতিবিদ। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চ (NCAER)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন। এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের প্রযুক্তি উপদেষ্টা কমিটি এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনেও শামিল ছিলেন।
তারও আগে ওয়াশিংটন ডিসি-তে ওয়র্ল্ডব্যাঙ্কে কর্মরত ছিলেন বেরি। সেখানে ম্যাক্রোনমি, ফাইনান্সিয়াল মার্কেট, পাবলিক ডেট ম্যানেজমেন্ট বিভাগ তাঁর এক্তিয়ারের মধ্যে ছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাগডালেন কলেজ থেকে দর্শন, রাজনীতি এবং অর্তনীতিতে স্নাতক। প্রিন্সটন ইউনিভার্সিটির উডরো উইলসন স্কুল থেকে পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা।