নয়াদিল্লি: কয়েকটি মাত্র দেশই এখনও অবধি ভ্যাকসিন চালু করেছে। এখনও পর্যন্ত এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (World Health Organisation ) কোনও সুপারিশ নেই। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। যদিও সরকার শিশুদের ভ্যাকসিন চালু করার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে, তার আগে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা জারি রেখেছে। নীতি আয়োগের পক্ষ থেকে Dr VK Paul একটি সাংবাদিক বৈঠকে জানান, " মাত্র কয়েকটি দেশেই বাচ্চাদের করোনা টিকাকরণ চালু হয়েছে। হু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সুপারিশ করেনি। শিশুদের দেওয়ার জন্য ভ্যাকসিনগুলির বিষয়ে ভারত বৈজ্ঞানিক পদ্ধতিতে ভালভাবে যাচাই করে নিচ্ছে। জাইডাস ভ্যাকসিন প্রস্তুত ব্যবহারের জন্য। "
- শিশুদের ভ্যাকসিন হলে কি স্কুল খুলবে ?
স্বাস্থ্য মন্ত্রকের দাবি, শিশুদের ভ্যাকসিন দেওয়া হলেই যে স্কুল খোলার পরিস্থিতি তৈরি হবে, তার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কোনও বিশেষজ্ঞও এমনটা বলেননি। বরং শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ভ্যাকসিনেশন বেশি জরুরি। শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশন করিয়ে দেওয়াও খুব জরুরি। বৃহস্পতিবার নীতি আয়োগের তরফে ফের একবার সতর্ক করে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু চলে যায়নি।
- ভারতের করোনা পরিস্থিতি -
ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। দৈনিক মৃত্যু কমলেও, একলাফে ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন।