নয়াদিল্লি: মন্তব্য বিতর্কে নারকেলডাঙা থানা তলব করেছিল সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে। সেই তলবে সাড়া দিতে সময় চাইলেন নূপুর শর্মা। পুলিশের কাছে আরও চার সপ্তাহ সময় চাইলেন নূপুর শর্মা।
সোমবারের মধ্যে হাজির হওয়ার নোটিস দিয়েছিল নারকেলডাঙা থানার পুলিশ। তখনই পুলিশের কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী। কিন্তু কেন সময় চাইলেন ওই নেত্রী। সূত্রের খবর, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেই এই সময় চেয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নূপুর শর্মার ইমেল পাওয়া গিয়েছে। পরবর্তী পদক্ষেপ করা হবে।
বাংলায় আঁচ:
নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্যের পর উত্তাল হয়েছিল দেশ। বিভিন্ন রাজ্যে ভাঙচুর, অবরোধ থেকে শুরু করে হিংসাত্মক আন্দোলন হয়েছে। তার আঁচ এসে পড়েছিল বাংলাতেও। হাওড়া ও মুর্শিদাবাদে একাধিক এলাকায় হিংসা ছড়ায়। ওই ঘটনা দেখা গিয়েছিল নদিয়ার কিছু জায়গাতেও। বাংলায় হিংসা রুখতে সাংবাদিক বৈঠক করে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন, প্রতিবাদ জানাতে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার কথাও বলেছিলেন। তারপরেই বাংলায় বেশ কিছু থানায় অভিযোগ দায়ের করা হয়।
নারকেলডাঙা থানায় নূপুর শর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এছাড়াও পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি থানায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করেছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। নারকেলডাঙা থানার ওই মামলাতেই নূপুর শর্মাকে তলব করা হয়েছিল।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের