মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির ট্রেলার। দর্শক ও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন এই ট্রেলার। মুক্তির সঙ্গে সঙ্গে রেকর্ড সংখ্যক ভিউ হয় এই ট্রেলারের। সেই সঙ্গে বিতর্কও তৈরি হয়। রণবীর-আলিয়া অভিনীত এই ছবির ট্রেলারের একটি দৃশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকেরা। সেই সঙ্গে হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র ('Boycott Brahmastra'), ট্রেন্ড করতে শুরু ট্যুইটারে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে সেই দৃশ্য, দাবি নেটিজেনদের।


ধর্মীয় ভাবাবেগে আঘাত


কী এমন দেখানো হয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবির দৃশ্যে? ট্রেলারে দেখা গেছে যে একটি দৃশ্যে রণবীর কপূরের চরিত্র শিব, একটি শোভাযাত্রার দিকে দৌড়ে যাচ্ছে যার বাইরে 'দশেরা মহোৎসব' লেখা। এবং তারপরই দরজার মাথায় লাগানো ঘণ্টা লাফিয়ে বাজিয়ে দেন রণবীর, কিন্তু সেই সময়ে তাঁর পায়ে ছিল জুতো। নেটিজেনদের দাবি, জুতো পরে কীভাবে ধর্মীয় স্থানে যেতে পারেন অভিনেতা? 


অয়ন মুখোপাধ্যায়ের ব্যাখ্যা


এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ব্যাখ্যা দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতি দেন তিনি। পরিচালক লেখেন, 'আমাদের ট্রেলারের একটি দৃশ্যের মাধ্যমে সম্প্রদায়ের কিছু মানুষের ভাবাবেগে আমরা আঘাত করে ফেলেছি - রণবীরের চরিত্র যেখানে জুতো পরে ঘণ্টা বাজিয়েছেন। এই ছবির স্রষ্টা (এবং একজন ভক্ত) হিসেবে আমি বিনীতভাবে জানাতে চাই এখানে কী হয়েছিল। আমাদের ছবিতে রণবীর কপূর কোনও মন্দিরে প্রবেশ করছেন না, তিনি দুর্গাপুজোর মণ্ডপে ঢুকছেন। আমার নিজের পরিবার এই একই ধরনের দুর্গাপুজো গত ৭৫ বছর ধরে উদযাপন করে আসছে! ছোট থেকে আমি তার অংশ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা জুতো খুলি যখন প্রতিমা যেখানে আছে সেই মঞ্চে উঠি, মণ্ডপে প্রবেশ করার সময়ে নয়।'


 






একইসঙ্গে তিনি আরও লেখেন, 'যাঁরা যাঁরা এই দৃশ্য দেখে আঘাতপ্রাপ্ত তাঁদের প্রত্যেকের কাছে পৌঁছনো ব্যক্তিগতভাবে জরুরি বলে মনে করি... কারণ সর্বোপরি এই ছবিটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সম্মান ও উদযাপন করার জন্যই তৈরি করা হয়েছে।'


রণবীর কপূর, আলিয়া ভট্ট ছাড়া এই ছবিতে দেখতে পাওয়া যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায়কে। এছাড়া নাগার্জুন আক্কিনেনি ও শাহরুখ খানকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। 


আরও পড়ুন: Shabaash Mithu Trailer OUT: মুক্তি পেল সৃজিত-তাপসীর 'সাবাশ মিঠু'র ট্রেলার