ভুবনেশ্বর: উচ্চতা মাত্র ৪.১ সেন্টিমিটার ৷ রামনবমী উপলক্ষে বিশ্বের সবচেয়ে ছোট রামের মূর্তি বানিয়ে চমকে দিলেন ওড়িশার শিল্পী সত্যনারায়ণ মহারাণা ৷ তিনি গাঞ্জাম এলাকার বাসিন্দা ৷ ছোট্ট এই রামের মূর্তিটি বানাতে সময় লেগেছে মাত্র এক ঘণ্টা ৷ সত্যনারায়ণের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে ছোট কাঠের তৈরি ভগবান শ্রীরামের মূর্তি ৷ 


ওড়িশার গাঞ্জাম জেলার বাসিন্দা সত্যনারায়ণ মহারাণার মূর্তি তৈরি করা নিয়ে বিশেষ নামডাক রয়েছে ৷ পাশাপাশি তিনি একজন বালু-শিল্পীও ৷ রামনবমী উপলক্ষে রামের এই ছোট্ট মূর্তিটি বানিয়ে অবশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি ৷ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূর্তিটি তৈরি করতে তাঁর সময় লেগেছে মাত্র এক ঘণ্টা ৷ সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সত্যনারায়ণ বলেন, করোনায় এ বছর সবাই বাড়িতেই থাকুন ৷ বাড়িতেই রামের পুজো করুন ৷ সুস্থ থাকুন ৷ বাড়ির বাইরে বেরোতে যাবেন না ৷ ’



সবচেয়ে ছোট মূর্তি তৈরি করা এটাই অবশ্য প্রথমবার নয় ৷ এর আগেও শিবরাত্রিতে সবচেয়ে ছোট শিবের মূর্তি বানিয়ে নজর কেড়েছিলেন সত্যনারায়ণ ৷ কাঠ এবং পাথর দিয়ে শিবের মূর্তি বানিয়েছিলেন তিনি ৷ মূর্তিটির ৫ মিমি ছিল কাঠের এবং ১.৩ সেমি ছিল পাথরের তৈরি ৷ এর পাশাপাশি ৭ মিমি পাথরের তৈরি একটি শিবলিঙ্গও বানিয়েছিলেন সত্যনারায়ণ ৷


প্রাচীন ভারতের হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণু যুগ যুগ ধরে এই বিশ্ব সংসারের রক্ষক ও পালক। নানা যুগে তিনি নানা রূপে আবির্ভুত হয়েছেন মর্তে। তার একটি অবতার শ্রী রামচন্দ্র। এটি তাঁর সপ্তম অবতার। ত্রেতা যুগে রাম অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে আবির্ভুত হন তাদের প্রথম সন্তান রূপে। হিন্দু সমাজে ঘরে ঘরে এই রামনবমী দিনটি রামের জন্মতিথি হিসেবেই পালিত হয়ে থাকে।