আমেদাবাদ: এবার গুজরাতে সন্ধান মিলল করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের।  রাজ্যে এই প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল। রাজ্যের স্বাস্থ্য দফতরকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে যে, জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাঁর নমুনা পুনেতে পাঠানো হয়েছে।


এর আগে ভারতে দুজন করোনার নয়া ধরন ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে। তাঁদের মধ্যে একজন কর্ণাটকের বেঙ্গালুরুর এক চিকিৎসক। তিনি আগেই করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। তাঁর কোনও ভ্রমণের ইতিহাসও নেই। ৪৬ বছরের ওই চিকিৎসকের জ্বর ও গায়ে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অন্য আর এক আক্রান্ত ৬৬ বছরের দক্ষিণ আফ্রিকার নাগরিক। কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট নিয়েই তিনি ভারতে এসেছিলেন।


সংবাদসংস্থা জানিয়েছে, গুজরাতের প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে জামনগরে। জিম্বাবোয়ে ফেরত এক ব্যক্তির শরীরে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, জামনগরের ওমিক্রন আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৭২। 


শনিবার গুজরাতের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, জিম্বাবোয়ে থেকে আসা ৭২ বছরের জামনগরের বাসিন্দার কোভিড টেস্ট পজিটিভ আসে। তাঁর নমুনা গত ২৮ নভেম্বর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। শনিবার তার রিপোর্ট এসেছে। রিপোর্টে তাঁর শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ওই ব্যক্তি আমেদাবাদ বিমানবন্দরে নেমেছিলেন। সেখান থেকে জামনগরে আসেন।


গুজরাত বর্তমানে সিটি ভ্যালু ২৫-এর নিচে থাকা ১০০ শতাংশ করোনা নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাচ্ছে। ওই সব নমুনায় করোনার কোনও নয়া ভ্যারিয়েন্ট রয়েছে কিনা, তা জানতেই এই পদক্ষেপ। এর রিপোর্ট চার-পাঁচ দিনের মধ্যেই পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত ১৫ দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী থাকার পর তা আবার বাড়ছে। শুক্রবার বিকেল চারটে পর্যন্ত একদিনে রাজ্যে নতুন করে ৪৫ জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। ৩ ডিসেম্বেরর পরিসংখ্যান অনুযায়ী, গুজরাতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩১৮।