Cyclone Jawad: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা, দুই রাজ্যে স্থগিত ইউজিসির নেট পরীক্ষা

UGC NET Update: ইউজিসি নেট (UGC-NET) সহ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেডের ( Indian Institute of Foreign Trade) প্রবেশিকা পরীক্ষা রয়েছে আগামীকাল।

Continues below advertisement

নয়াদিল্লি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জওয়দ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থগিত রাখা হল একাধিক প্রতিযোগিতা মূলক এবং প্রবেশিকা পরীক্ষা। ইউজিসি নেট (UGC-NET) সহ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেডের ( Indian Institute of Foreign Trade) প্রবেশিকা পরীক্ষা রয়েছে আগামীকাল। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গে পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল।  

Continues below advertisement

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সহ ওড়িশা পুরী, ভুবনেশ্বর, কটক, গুনুপুরে নেট পরীক্ষা স্থগিত রাখা হল বলে শুক্রবার জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। অন্যদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেডের প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে কলকাতা, দুর্গাপুর, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, বিশাখাপত্তনম। পরীক্ষার্থীদের পরবর্তী তারিখ এবং পরীক্ষা কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, দেশের অন্যান্য রাজ্যে সূচি মেনেই হবে পরীক্ষা।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট www.nta.ac.in তে নজর রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি হেল্পডেস্ক নম্বর 00140459000 তে ফোন করা যাবে। তথ্য জানতে ugc.net@nta.ac.in মেলও করা যাবে।
 

ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ। পুরী উপকূলে পৌঁছনোর আগেই পরিণত হবে গভীর নিম্নচাপে। এরপর বাংলায় ঢুকবে নিম্নচাপ হয়ে। সেই নিম্নচাপ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। 

মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় জারি হয়েছে লাল সতর্কতা। ওড়িশায় ১৯টি জেলায় বন্ধ স্কুল। বর্তমানে বিশাখাপত্তনম থেকে ২১০, পুরী থেকে ৩৯০, পারাদ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আজই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা। উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময়, আগামী ১২ ঘণ্টায় ক্রমশ দুর্বল হবে ঘূর্ণিঝড়। কিছুটা বাঁক নিয়ে ওড়িশা উপকূল ধরে আগামীকাল দুপুরে গভীর নিম্নচাপ হয়ে পুরী উপকূলের কাছে পৌঁছবে। এনডিআরএফের ৪৬টি টিম মোতায়েন করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনা ও নৌবাহিনীকেও। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ভিজিয়ানাগ্রাম ও শ্রীকাকুলাম, এই তিনটি জেলায় নীচু এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে সরানো হয়েছে। তিন জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ১১, উপকূলরক্ষী বাহিনীর ৬ এবং মেরিন পুলিশের ১০টি দলকে।

আরও পড়ুন: School Close: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল, সিদ্ধান্ত সরকারের

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola