নয়া দিল্লি: দেশে ক্রমশ বাড়ছে করোনা। এই আবহে পঞ্জাবে পাতিয়ালা মেডিকেল কলেজে ১০০ জন শিক্ষার্থী করোনা পজিটিভ হলেন। সোমবার এই খবর আসতেই দেশে ওমিক্রন আবহে চিন্তা আরও বাড়ল। জানা গিয়েছে, হস্টেল কর্তৃপক্ষ সমস্ত ছাত্রদের অবিলম্বে তাঁদের কক্ষ ছেড়ে চলে যেতে বলেছে।
অন্যদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে গোয়ায় স্কুল-কলেজ আপাতত বন্ধ করে দিল ওই রাজ্যের সরকার। তেলঙ্গানায় ৮ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের ওপর বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩।
এদিকে, করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে , তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। হালকা উপসর্গ রয়েছে তাঁর। সেই সঙ্গে তাঁর আর্জি ' গত কয়েক দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং নিজের পরীক্ষা করান।"
দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনাভাইরাস। দিল্লিতে বাড়ছে ভাইরাসের পজিটিভিটি রেট। এই পরিস্থিতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী সোমবার জানান যে তাঁর পরিবারের একজন সদস্য এবং তার একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। যদিও উপসর্গহীন প্রিয়ঙ্কা নিজেও করোনা পরীক্ষা করান। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিজে আইসোলেশনে রয়েছেন।
এদিন টুইটারে কংগ্রেস নেত্রী লেখেন, "আমার পরিবারের একজন সদস্য এবং আমার একজন কর্মী গতকাল COVID-19 পজিটিভ হয়েছেন। আমিও পরীক্ষা করিয়েছি তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকেরা আমায় নিভৃতবাসে থাকার কথা জানিয়েছেন। আরও বেশ কয়েকটি পরীক্ষা করার নির্দেশও দিয়েছেন।"