তিরুঅনন্তপুরম : এবার কেরলে(Kerala) আরও ৪ ওমিক্রন(Omicron) আক্রান্তের হদিশ পাওয়া গেল। বুধবার একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এনিয়ে কেরলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গোটা দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩।


 







তিরুঅনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই চার আক্রান্তের মধ্যে দুই জন রয়েছেন- যাঁরা শাশুড়ি ও বৌমা। এর্নাকুলামের বাসিন্দা। বাকি দুই জনের মধ্যে এক জন তিরুঅনন্তপুরমের বাসিন্দা। তিনি সম্প্রতি ইংল্যান্ড থেকে ফিরেছেন। অপর জন এর্নাকুলামের বাসিন্দা। সম্প্রতি কঙ্গো থেকে ফিরেছেন। 


প্রসঙ্গত, বিশ্বের পাশাপাশি দেশেও প্রতিদিন বাড়ছে ওমিক্রনের (Omricron) প্রভাব। দক্ষিণ আফ্রিকায় (South Africa) প্রথম যখন করোনার (Coronavirus) এই প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল, সেই সময় দেখা যায় যে যাঁরা কোভিডের দুটি ডোজ (Dose) নিয়েছেন তাঁরাও আক্রান্ত হয়েছেন। এর থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ভ্যাকসিন এই ওমিক্রনকে ঠেকাতে কার্যকরী নাও হতে পারে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) সাপ্তাহিক অতিমারী সংক্রান্ত আপডেটে জানিয়েছে, ওমিক্রন কোনও ভ্যাকসিন বা পূর্ববর্তী সংক্রমণ থেকে প্রাপ্ত অনাক্রম্যতা এড়াচ্ছে কি না তা আরও ভালভাবে বোঝার জন্য আরও তথ্যের প্রয়োজন। যেভাবে বিশ্বে ওমিক্রন দাপট বাড়ছে সেই আবহেই এই প্রশ্ন উঠছে। 


এদিকে, হু-এর পাশাপাশি ওমিক্রনের বিরুদ্ধে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছেন খোদ নীতি আয়োগের সদস্য ভি কে পল। ভি কে পল জানিয়েছেন, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ভ্যাকসিনগুলির কার্যকারিতা কমতে পারে। কিছু ভ্যাকসিন হয়তো করোনার নতুন প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে কাজ করতে পারে। কিন্তু ছবিটা এখনও স্পষ্ট  নয়।