মুম্বই: বাণিজ্যনগরীর পুলিশে বড়সড় বদল। মুম্বইয়ের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল পরমবীর সিংহকে। বুধবার মহারাষ্ট্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মুম্বই পুলিশের নতুন কমিশনার হচ্ছেন হেমন্ত নাগরালে।


মুকেশ অম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধার কাণ্ডে মুম্বইয়ের পুলিশ অফিসার সচিন ওয়াজের জড়িয়ে পড়ার ঘটনার মধ্যেই হল এই রদবদল। দীর্ঘ ১৬ বছর সাসপেনশনে থাকা সচিনকে মুম্বই পুলিশের বড় পদে ফিরিয়ে এনেছিলেন পরমবীরই।

বুধবার মহারাষ্ট্রের পুলিশমন্ত্রী অনিল দেশমুখ পরমবীরের বদলির ঘোষণা করেন। তিনি জানান, পরমবীরকে হোমগার্ডের ডিজি পদে বদলি করা হয়েছে। তাঁর বদলে মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিচ্ছেন হেমন্ত নাগরালে। হেমন্ত সিনিয়র আইপিএস অফিসার। এর আগে মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত ডিজিপি পদে ছিলেন।

মুকেশ অম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি পাওয়ার ঘটনায় মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট সচিনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রীতিমতো তোলপাড় পড়ে যায় মহারাষ্ট্রে। কারণ এক সময় এই সচিনের প্রশংসায় পঞ্চমুখ ছিল রাজ্যের শাসক দল শিবসেনা। মঙ্গলবার সেই সচিনের বিরুদ্ধে অম্বানির বাড়ির সামনে বোমাতঙ্কের ঘটনা ‘সাজানো’র তত্ত্ব সামনে এলে অস্বস্তিতে পড়ে শিবসেনা। এরই মধ্যে প্রকাশ্যে আসে আরও একটি খবর। জানা যায়, পরমবীরের নির্দেশেই অম্বানির বাড়ির সামনে বোমাতঙ্কের ঘটনাটি সাজায় সচিন। এরপরই মহারাষ্ট্র সরকারের আরেক শরিক, এনসিপি সুপ্রিমো তথা প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারের সঙ্গে আলোচনায় বসেন উদ্ধব ঠাকরে। সেই বৈঠকেই পরমবীরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।


গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির ২৭ তলা বাড়ি 'অ্যান্টিলিয়া'-র সামনে থেকে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি উদ্ধার হয়। তার ভিতরে ছিল হুমকি চিঠিও। প্রথমে মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করলেও পরে তদন্তভার নিজেদের হাতে তুলে নেয় এনআইএ। গাড়ি মালিকের আচমকা মৃত্যুর পর এই ঘটনা নিয়ে আরও রহস্য দানা বাঁধে। তারপরই গ্রেফতার হন ওয়াজ।