Parliament LIVE Updates: আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসুন, আন্দোলন প্রত্যাহার করুন, বার্তা প্রধানমন্ত্রীর

Parliament PM Modi LIVE Updates: ‘গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলেছেন। মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন।’ তৃণমূলকে কটাক্ষ করে সংসদে মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর দাবি গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন, মানুষ তা বিশ্বাস করে না।

ABP Ananda webdesk Last Updated: 08 Feb 2021 11:38 AM
বার্তা প্রধানমন্ত্রীর

আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসুন, আন্দোলন প্রত্যাহার করুন। 

প্রেক্ষাপট

নয়াদিল্লি : রাজ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নজর রাখব তাঁর বক্তব্যে। 


কৃষক আন্দোলন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'কৃষক আন্দোলন নিয়েও অনেক কথা বলা হচ্ছে। কিন্তু কৃষিমন্ত্রীর প্রশ্নের জবাব কেউ দিচ্ছে না।' পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে কৃষকদের নিয়ে যথেষ্ট চিন্তিত তা তথ্য দিয়ে সামনে তুলে ধরেন মোদি। তিনি বলেছেন,'দেশে ৩৩ শতাংশ কৃষকের কাছে জমি ২ বিঘের কম। ১৮ শতাংশ কৃষকের কাছে ২-৪ বিঘে জমি আছে। আজ দেশে ছোট কৃষকের সংখ্যা ৬৮ শতাংশ। ৮৬ শতাংশ কৃষকের জমি ২ হেক্টরের কম। এমন কৃষকের সংখ্যা দেশে ১২ কোটির বেশি। এই ক্ষুদ্র কৃষকদের সম্পর্কে চিন্তা আমাদের করতে হবে। ক্ষুদ্র কৃষক ঋণ মকুবের সুবিধা পান না। কারণ তাঁদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই। সেচের সুবিধাও ক্ষুদ্র কৃষকদের ভাগ্যে নেই। বিমার সুবিধাও ক্ষুদ্র কৃষকরা পান না ২০১৪-র পর ফসল বিমার আওতায় ক্ষুদ্র কৃষকদের আনা হয়েছে। ছোট কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন।'


যার পরই নজিরবিহীনভাবে রাজ্যসভায় দাঁড়িয়েই বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে মোদি বলেছেন, 'বাংলায় রাজনীতি না হলে বাংলার কৃষকরাও এই সুবিধা পেতেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশনের সুবিধাও করা হয়েছ। গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলেছেন। মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন! গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন, মানুষ তা বিশ্বাস করে না। ভারত শুধু বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র নয়। ভারত গণতন্ত্রের জননী। ভারতের গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়া প্রয়োজন’।<>


এছাড়া বক্তব্যের শুরুর দিকে তিনি স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির আগে বর্তমান ভারতের প্রশংসা করে জোড়েন, 'নতুন দশকে নতুন আশার সঞ্চার করে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে। আজ গোটা বিশ্বের নজর ভারতের উপর। বিশ্বের যে কোনও সমস্যার সমাধান করতে সক্ষম ভারত। করোনার সময় একে অপরকে সহযোগিতার সুযোগও ছিল না। এক অজানা শত্রুর ক্ষমতা সম্পর্কে আমরা জানতাম না। এই লড়াইয়ের সাফল্য ভারত সরকারের নয়। এই লড়াইয়ের সাফল্য সমগ্র ভারতবাসীর। দেশ নিজের শক্তির পরিচয় দিয়েছে। কিন্তু বিরোধীরা তা নিয়েও মজা করেছেন। বিরোধিতার জন্য আরও অনেক ইস্যু আছে। মানবজাতির ইতিহাসে ভারতের যোগদান এক গৌরবময় অধ্যায়।'


সঙ্গে ভারতের করোনা টিকাকরণ নিয়ে সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ' বিশ্বের সবথেকে বড় টিকাকরণ অভিযান আমাদের দেশে চলছে। এত কম সময়ে ভারত করোনার টিকা আবিষ্কার করে ফেলেছে। বিশ্বের যে কোনও প্রান্তে ভারতীয় চিকিৎসক দেখলে মানুষের বিশ্বাস। বেড়ে যায়।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.