Parliament LIVE Updates: আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসুন, আন্দোলন প্রত্যাহার করুন, বার্তা প্রধানমন্ত্রীর

Parliament PM Modi LIVE Updates: ‘গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলেছেন। মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন।’ তৃণমূলকে কটাক্ষ করে সংসদে মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর দাবি গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন, মানুষ তা বিশ্বাস করে না।

ABP Ananda webdesk Last Updated: 08 Feb 2021 11:38 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি : রাজ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নজর রাখব তাঁর বক্তব্যে। কৃষক আন্দোলন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'কৃষক আন্দোলন নিয়েও...More