Life Certificate News: পেনশন হোল্ডার এমন প্রবীণ নাগরিকদের জন্য আসতে পারে সুখবর। শীঘ্রই বড় ধরনের স্বস্তি পেতে পারেন তাঁরা। আগামী দিনে যেকোনও ব্যাঙ্কের শাখায় জীবন শংসাপত্র বা (Life Certificate)জমা দিতে পারবেন পেনশন হোল্ডাররা। বর্তমানে প্রত্যেক পেনশন হোল্ডারকে জীবন শংসাপত্র কেবল তাদের ব্যাঙ্কের শাখায় জমা দিতে হয়। আগামী দিনে এই বাধ্যবাধকতা শেষ হবে।
Pensioners Life Certificate: লাইফ সার্টিফিকেট যেকোনও শাখায় জমা করা যাবে
গ্রাহক পরিষেবার মান উন্নত করার জন্য প্রাক্তন ডেপুটি গভর্নর বিপি কাঙ্গুর সভাপতিত্বে RBI কমিটি রিজার্ভ ব্যাঙ্কের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। যেখানে প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। কমিটি তাদের সুপারিশে বলেছে, পেনশনভোগীদের জন্য এমন একটি সুবিধা থাকতে হবে, যাতে তারা তাদের পেনশন লাইফ সার্টিফিকেট যেকোনও ব্যাঙ্কের শাখায় জমা দিতে পারেন। এছাড়াও বিশেষ মাসে ভিড় এড়াতে তাদের পছন্দ অনুযায়ী যেকোনও মাসে জীবন শংসাপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হোক। প্রতি বছর একই মাসে তাদের জীবন শংসাপত্র জমা দেওয়ার অনুমতি দিতে হবে।
আপফ্রন্ট পেমেন্ট ট্যাক্স ডোর-স্টেপ পরিষেবা
সুপারিশে কমিটি বলেছে , RBI নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তাদের প্রবীণদের জন্য অগ্রিম অর্থ প্রদানের মাধ্যমে দরজায় দরজায় পরিষেবার মতো সুবিধাগুলি পেতে প্রবীণ নাগরিকদের আত্মীয়দের এমন একটি বিকল্প দেওয়া উচিত।
KYC Update: কেওয়াইসি প্রক্রিয়া সহজ হবে
কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) প্রক্রিয়া সহজ করার জন্য কমিটি তার সুপারিশগুলিতে বলেছে যে RBI নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সময়ে সময়ে কেওয়াইসি আপডেট করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। তবে তাতে যেন অ্যাকাউন্টের কাজ বন্ধ না হয় সেদিকে নজর দিতে হবে ।
কমিটি বলেছে, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সব গ্রাহকদের কেওয়াইসি-র একটি কেন্দ্রীভূত ডাটাবেস তৈরি করা উচিত, যা গ্রাহক তথ্য ফাইলের মতো একটি অনন্য গ্রাহক সনাক্তকারীর সঙ্গে যুক্ত থাকবে। যাতে গ্রাহককে বারবার KYC করতে না হয়। এরপর যখনই গ্রাহক KYC আপডেট করবেন, এই সব জায়গায় গ্রাহক যে পরিষেবাটি নিয়েছেন তা দেখানো হবে। ফলে বার বার সব জায়গায় কেওয়াইসি আপডেট করতে হবে না গ্রাহককে। সেই ক্ষেত্রে সময় বাঁচবে সংস্থা গ্রাহকের।
আরও পড়ুন : PPF Interest Rate: পিপিএফ-এ বাড়তে পারে সুদের হার, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার !