PM Modi Address LIVE UPDATES: লকডাউন অন্তিম বিকল্প: মোদি

লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে । করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Apr 2021 08:44 PM
PM Modi Address LIVE: পশ্চিমবঙ্গে প্রচারের শেষে মনে পড়ল ভাষণের কথা?

করোনার দ্বিতীয় ঢেউয়ে এই অবস্থার জন্য সৌগত দায়ী করলেন কেন্দ্রকেই । 'ওদের ভ্যাকসিনেশনের ব্যর্থতার জন্য এই অবস্থা' বললেন TMC নেতা সৌগত রায়। 'মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই বলে দিয়েছেন ছোট মিটিং করবেন, সংক্ষিপ্ত মিটিং করবেন ' প্রধানমন্ত্রীর বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ নিয়ে বলেন সৌগত ।

PM Modi Speech: আপনি আচরি ধর্ম পরেরে শিখাও : সুব্রত মুখোপাধ্যায়

উনি নিজে যা বলছেন, তা মানছেন কি? প্রশ্ন তুললেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।  ' নতুন কি বললেন ? ' 

PM Modi Speech LIVE: লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে : Modi

‘খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বেরোবেন না, এই মুহূর্তে দেশকে লকডাউনের থেকে বাঁচাতে হবে । লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে । করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র’

PM Modi Speech LIVE: রাজ্য সরকারকেও পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে বলব

‘রাজ্য সরকারকেও পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে বলব । পরিযায়ী শ্রমিকরা কেউ শহর ছাড়বেন না। সবাই মিলে করোনাকে পরাস্থ করতেই হবে’

PM Modi Speech LIVE: কেন্দ্র-রাজ্যের উদ্যোগে শ্রমিকরাও ভ্যাকসিন পাবেন

‘বিশ্বের সবচেয়ে সস্তা ভ্যাকসিন উৎপাদন করছে ভারত । প্রবীণরা ভ্যাকসিন পাচ্ছেন, এটা লড়াইয়ে বড় শক্তি । ১৮ বছর পেরোলেই ভ্যাকসিন পাবেন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, কেন্দ্র-রাজ্যের উদ্যোগে শ্রমিকরাও ভ্যাকসিন পাবেন’

PM Modi Speech LIVE: অক্সিজেনের সঙ্কট মেটাতে সংবেদনশীলতার সঙ্গে কাজ চলছে : মোদি

PM Modi Speech LIVE: ‘এবার করোনার সংক্রমণে দেশের অনেক জায়গায় অক্সিজেনের সঙ্কট । অক্সিজেনের সঙ্কট মেটাতে সংবেদনশীলতার সঙ্গে কাজ চলছে। কেন্দ্র, রাজ্য, বেসরকারি সংস্থা-সবাই একসঙ্গে কাজ করছে। রাজ্যে নতুন অক্সিজেন প্ল্যান্ট, ১ লক্ষ সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ চলছে। জানুয়ারির তুলনায় দেশে ওষুধের উৎপাদন বাড়ানোর কাজ চলছে। ’

PM Modi Speech LIVE: করোনার বিরুদ্ধে লড়ছে দেশ, লড়াই লম্বা : Modi

করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। লড়াই লম্বা। কিন্তু আমাদের পার করতে হবেই। আমি দেশের সব ডাক্তার, মেডিক্যাল ও প্যরা মেডিক্যাল স্টাফ, অ্যাম্বুলেন্স, পুলিশ কর্মী, সবাইকে ধন্যবাদ।

প্রেক্ষাপট

রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন?


রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন? দেশে করোনা পরিস্থিতি ঘোরতর। রোজই বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু। বিভিন্ন রাজ্য থেকে শোনা যাচ্ছে, ভ্যাকসিন, অক্সিজেনের ঘাটতির অভিযোগ। সরকারি, বেসরকারি হাসপাতালে অপ্রতুল করোনা রোগীদের বেড। এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ রাজ্যের সরকার, চিকিত্সক থেকে সাধারণ মানুষের কপালে ।


 


হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ করোনায় নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবারই আড়াই লাখ পার করেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সংখ্যাটা ছিল তার থেকেও বেশি ৷ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷


 


ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে ছিল সকলের নজর। বিশেষত, লকডাউন ও পরিযায়ী শ্রমিক নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে সকলেরই আগ্রহ। আগামী ১ মে থেকে খোলা বাজারে মিলবে ভ্যাকসিন, তবে কি ভ্যাকসিনের জন্যই নতুন কোনও নির্দেশিকা দেবেন মোদি ? 

ঠিক রাত ৮.৪৫ এ ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.