PM Modi Address LIVE UPDATES: লকডাউন অন্তিম বিকল্প: মোদি
লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে । করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Apr 2021 08:44 PM
প্রেক্ষাপট
রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন?রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন? দেশে করোনা পরিস্থিতি ঘোরতর। রোজই বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু। বিভিন্ন রাজ্য থেকে শোনা...More
রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন?রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন? দেশে করোনা পরিস্থিতি ঘোরতর। রোজই বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু। বিভিন্ন রাজ্য থেকে শোনা যাচ্ছে, ভ্যাকসিন, অক্সিজেনের ঘাটতির অভিযোগ। সরকারি, বেসরকারি হাসপাতালে অপ্রতুল করোনা রোগীদের বেড। এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ রাজ্যের সরকার, চিকিত্সক থেকে সাধারণ মানুষের কপালে । হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ করোনায় নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবারই আড়াই লাখ পার করেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সংখ্যাটা ছিল তার থেকেও বেশি ৷ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে ছিল সকলের নজর। বিশেষত, লকডাউন ও পরিযায়ী শ্রমিক নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে সকলেরই আগ্রহ। আগামী ১ মে থেকে খোলা বাজারে মিলবে ভ্যাকসিন, তবে কি ভ্যাকসিনের জন্যই নতুন কোনও নির্দেশিকা দেবেন মোদি ? ঠিক রাত ৮.৪৫ এ ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
PM Modi Address LIVE: পশ্চিমবঙ্গে প্রচারের শেষে মনে পড়ল ভাষণের কথা?
করোনার দ্বিতীয় ঢেউয়ে এই অবস্থার জন্য সৌগত দায়ী করলেন কেন্দ্রকেই । 'ওদের ভ্যাকসিনেশনের ব্যর্থতার জন্য এই অবস্থা' বললেন TMC নেতা সৌগত রায়। 'মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই বলে দিয়েছেন ছোট মিটিং করবেন, সংক্ষিপ্ত মিটিং করবেন ' প্রধানমন্ত্রীর বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ নিয়ে বলেন সৌগত ।