PM Modi Address LIVE UPDATES: লকডাউন অন্তিম বিকল্প: মোদি

লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে । করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Apr 2021 08:44 PM

প্রেক্ষাপট

রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন?রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন? দেশে করোনা পরিস্থিতি ঘোরতর। রোজই বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু। বিভিন্ন রাজ্য থেকে শোনা...More

PM Modi Address LIVE: পশ্চিমবঙ্গে প্রচারের শেষে মনে পড়ল ভাষণের কথা?

করোনার দ্বিতীয় ঢেউয়ে এই অবস্থার জন্য সৌগত দায়ী করলেন কেন্দ্রকেই । 'ওদের ভ্যাকসিনেশনের ব্যর্থতার জন্য এই অবস্থা' বললেন TMC নেতা সৌগত রায়। 'মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই বলে দিয়েছেন ছোট মিটিং করবেন, সংক্ষিপ্ত মিটিং করবেন ' প্রধানমন্ত্রীর বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ নিয়ে বলেন সৌগত ।