PM Modi Address LIVE: টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি, বললেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi Address LIVE:‘‘টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি’, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ গত দীপাবলিতে সবাই অশান্তি ভোগ করেছেন। আসন্ন দিওয়ালিতে ১০০ কোটি ভ্যাকসিনেশনের ফলে স্বস্তি দিচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা উত্সাহী হবেন। বড় লক্ষ্যপূরণ করতে সক্ষম দেশ। তবে যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন। জুতো পরে যেমন আমরা বাইরে যাই, মাস্ক পরেও যেন তাই আমরা করি’
‘
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ‘বর্তমানে মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে। ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন। ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তাবায়িত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে। গৃহ নির্মাণ ক্ষেত্রেও দেখা যাচ্ছে উন্নতির জোয়ার।করোনা-কালে দেশের অর্থনীতিকে সামাল দিয়েছে কৃষিক্ষেত্রের পারফরমেন্স। সব ক্ষেত্রে উন্নতির চিহ্ন দেখা যাচ্ছে, উত্সবের মরশুম তাতে আরও গতি দেবে।’
মোদি বলেছেন, ‘ কোন রাজ্য কতটা ভ্যাকসিন পাবে, তা ঠিক হয়েছে বৈজ্ঞানিকভাবে’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের ভ্যাকসিনেশন কর্মসূচির পুরোটাই বিজ্ঞাননির্ভর। টিকা তৈরি করা নিয়েও আমাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। উত্পাদনের সঙ্গে চ্যালেঞ্জ ছিল দেশের সর্বত্র টিকা পৌঁছে দেওয়ার’
নরেন্দ্র মোদি বলেছেন, ‘থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে লড়াই হয়েছে, অনেক বলেছিল, এতে করোনা যাবে? কিন্তু এর ফলে একত্র লড়াইয়ের বার্তা প্রচারিত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবাই এই টিকা পেয়েছেন, টিকা গ্রহণ নিয়ে এখানে কোনও সংশয় ছিল না’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ অতিমারীর শুরুতে বলা হয়েছিল, ভারতের পক্ষে এই লড়াই কঠিন হবে। বলা হয়েছিল, এত অনুশাসন এখানে কী করে পালিত হবে? সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হয়েছিল।টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘টিকা আমরা এর আগে বাইরে থেকে আমদানি করতাম। তাই অতিমারীর শুরুতে অনেক প্রশ্ন ছিল। ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সেই সমস্ত প্রশ্নের উত্তর।আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে। যে দ্রুততায় ১০০ কোটি ভ্যাকসিনেশন হয়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে।’
নরেন্দ্র মোদি বলেছেন, ‘একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। ‘কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনা-কালে কর্তব্য পালন করেছে দেশ। আর তাতে সাফল্যও এসেছে।’
প্রধানমন্ত্রী বলেছেন, গতকালই ১০০ কোটি করোনা ভ্যাকসিন ডোজের কঠিন লক্ষ্যে পৌঁছেছে। এই সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন।
জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রী নরেেন্দ্র মোদির।
গতকাল করোনা টিকাকরণের ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, টিকাকরণের ক্ষেত্রে ইতিহাস তৈরি করেছে ভারত।
১০০ কোটি ভ্যাকসিনের মাইলস্টোনে পৌঁছে যাওয়ার প্রেক্ষিতে চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উত্সাহ দিতে, গতকাল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সবচেয়ে বড় মহামারী মোকাবিলায় ১০০ কোটির ভ্যাকসিন রক্ষাকবচ। আমরা সবাই মিলে করোনাকে হারাব। ১০০ কোটির ভ্যাকসিনের সাফল্য প্রত্যেক ভারতীয়কে উৎসর্গ করছি।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করে জানাল পিএমও। জঙ্গি মোকাবিলা, কাশ্মীর পরিস্থিতি থেকে একশ কোটি ভ্যাকসিনেশন, ভাষণে থাকতে পারে সবকিছুই।
উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১০০ কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন গতকালই ছুঁয়ে ফেলেছে ভারত। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে, ১ বিলিয়ন ভ্যাকসিনেশনের রেকর্ড হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে,প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ।আর দু’টি ডোজ পেয়েছেন প্রায় সাড়ে উনত্রিশ কোটি দেশবাসী।১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় ভ্যাকসিনেশন।৯ মাস পাঁচ দিনে, ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -