PM Modi Address LIVE: টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি, বললেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi Address LIVE:‘‘টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি’, বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Oct 2021 10:25 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করে জানাল পিএমও। জঙ্গি মোকাবিলা, কাশ্মীর পরিস্থিতি থেকে একশ কোটি ভ্যাকসিনেশন, ভাষণে থাকতে পারে সবকিছুই।উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে  ১০০ কোটি...More

PM Modi Address LIVE: যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন, বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ গত দীপাবলিতে সবাই অশান্তি ভোগ করেছেন। আসন্ন দিওয়ালিতে ১০০ কোটি ভ্যাকসিনেশনের ফলে স্বস্তি দিচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা উত্সাহী হবেন। বড় লক্ষ্যপূরণ করতে সক্ষম দেশ। তবে যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন। জুতো পরে যেমন আমরা বাইরে যাই, মাস্ক পরেও যেন তাই আমরা করি’