নয়াদিল্লি : রাজ্যসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদি। রাজ্যসভার সদস্য হিসেবে এদিনই ছিল গুলাম নবি আজাদের শেষ দিন। কংগ্রেসের বর্ষীয়ান নেতার অবসরের দিনে তাঁর সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি গুলাম নবির উদ্দেশে বলেন, 'আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, দেশের জন্য গুলাম নবির চিন্তা তাঁকে বসে থাকতে দেবে না।'


রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন গুলাম নবি আজাদ। তাঁকে প্রশংসায় ভরিয়ে মোদি জোড়েন, 'গুলাম নবি জি'র জায়গায় যেই বসুন তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ উনি শুধু পার্টিই নয়, গোটা দেশ ও হাউসের কথাও সমান গুরুত্ব দিয়ে ভাবতেন।' প্রধানমন্ত্রীর যে কথার পরেই শাসক-বিরোধী নির্বিশেষে টেবিল বাজিয়ে তাঁর বক্তব্যের সমর্থন জানান সকলে।


গুলাম নবি আজাদ, সামসের সিং, মীর মহম্মদ ফৈয়াজ ও নাজির আহমেদ চারজন রাজ্যসভার সাংসদ এদিন অবসর নন। তাদের সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, 'জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে রাজ্যসভাকে সমৃদ্ধ করেছেন আমাদের এই চার সাথী।'


এদিকে, গুলাম নবি সংসদে দাঁড়িয়ে নিজের বিদায়ী সম্ভাষণে বলেন যে, ভারতীয় মুসলিম হওয়াটা তাঁর কাছে গর্বের৷ তাঁকে পাকিস্তানে যেতে হয়নি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলেও জানিয়েছেন তিনি৷


গুলাম নবি আজাদ বলেন, "আমি কখনও পাকিস্তানে যাইনি৷ আমার মনে হয় তার জন্য আমি সৌভাগ্যবান৷ আমি সেই সকল ভাগ্যবানদের মধ্যেই পড়ি, যাঁরা কখনও পাকিস্তান যায়নি৷ আমি যখন পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কিছু পড়ি, তখন মনে হয় হিন্দুস্তানি মুসলিম হওয়াটা আমার কাছে গর্বের৷"


 


দেখে নিন নরেন্দ্র মোদির পুরো বক্তব্য..