নয়া দিল্লি : করোনায় আক্রান্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar) । অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউ-তে (ICU) ভর্তি করানো হয়েছে। এই খবর পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি করোনা সংক্রমিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মোদি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
করোনা রিপোর্ট পজিটিভ (Corona Positive) আসার পর মুম্বইয়েরই (Mumbai) এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯২ বছর বয়সী গায়িকাকে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে আপাতত চিকিৎসা চলছে গায়িকার।
এবিপি নিউজ সূত্রে জানা গেছে, কিংবদন্তি গায়িকাকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোভিডের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাঁর অবস্থা গুরুতর বলে জানা যায়। প্রসঙ্গত, লতা মঙ্গেশকরকে ২০১৯ সালের নভেম্বরে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন ; করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি ICU-তে
করোনায় আক্রান্ত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতীশ কুমারও (Nitish Kumar)। গতকাল তাঁর অফিস থেকে একথা জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। অফিসিয়াল এক বিবৃত জানানো হয়, চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন (isolated himself at his residence) বিহারের মুখ্যমন্ত্রী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী (Defense Minister) রাজনাথ সিংও (Rajnath Singh)। গতকাল ট্যুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা লেখেন, "আজ(১০ জানুয়ারি) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যাঁরা আমার সন্নিকটে এসেছিলেন তাঁদের বলব টেস্ট করিয়ে নিন এবং আইসোলেট থাকুন।"
এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। গতকাল থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়। প্রথমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।