নয়াদিল্লি : দেশে করোনা পরিস্থিতি (Corona Situation) ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লক্ষ ছুঁইছুঁই। গতকালের তুলনায় ২৭ শতাংশ বেড়ে দেশে একদিনে সংক্রমিত ৫০ হাজারের বেশি। এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলসাড়ে ৪ টেয় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে COVID পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন তিনি।
চলতি বছরে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটাই প্রথম বৈঠক। গত বছর মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে বুধবার, NITI আয়োগের সদস্য ডক্টর ভি কে পলও সতর্ক করেন যে ওমিক্রন সাধারণ ঠান্ডা লাগা নয়, একে হালকাভাবে নেওয়া অনুচিত। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এই সতর্কবার্তা নীতি আয়োগের সদস্য ভি কে পলের। ওমিক্রন মোকাবিলায় মাস্ক পরা ছাড়াও ভ্যাকসিন নেওয়ার ওপরেও জোর দিয়েছেন তিনি। পাশাপাশি, করোনার বিরুদ্ধে টিকাকরণ অন্যতম হাতিয়ার বলেও উল্লেখ করেন নীতি আয়োগের সদস্য ভি কে পল।
গত সপ্তাহেই , কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছিলেন, এটি সাধারণ সর্দি হিসাবে বিবেচনা করা উচিত। তবে এর সংক্রমণের হার অত্যন্ত বেশি। উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা! মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি! যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন।যা গত ৭ মাসে সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪২।